নারীদের অধিকার আদায়ে দরকার সংগঠিত আন্দোলন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২১, ০৯:৩৫ পিএম

নারীদের অধিকার আদায়ে দরকার সংগঠিত আন্দোলন

নারীরা প্রাগৈতিহাসিক কাল থেকে ব্যাপকভঅবে কৃষিকাজ করছে, কৃষিপণ্য উৎপাদনে অবদান রাখছে। গবাদি-পশু পালনেও তারা অবদান রাখছে। তবে নারীরা তাদের নিজেদের অধিকারের জায়গাগুলোতে এখনও বঞ্চিত। তাই নারীদের অধিকার আদায়ে সংগঠিত আন্দোলনের প্রয়োজন।

শনিবার (৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি সংস্থা-ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে আয়োজিত ‘জেন্ডার সমতা অর্জনে এবং অর্থনৈতিক ক্ষমতায়নে চাই নারীর ভূমি, কৃষি অধিকার: আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এই কর্মশালার আয়োজন করে।

আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ‘আমাদের দেশে বাজেটের আকার বাড়ছে, কিন্ত সাধারণ  মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। অধিকারহীনতা ও বিচারহীনতা চলছে দেশে। আজও সাগর-রুনি হত্যার বিচার হচ্ছে না। মিডিয়া এ ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে পারে। নারী নির্যাতনের ব্যাপারে মিডিয়াসহ সকলকে সোচ্চার হতে হবে।’

কর্মশালায় এএলআরডি’র উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি বলেন, ‘আমরা প্রবৃদ্ধিনির্ভর উন্নয়ন নয়, অন্তর্ভূক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন চাই, যেখানে নারীসহ সকল প্রান্তিক, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু মানুষের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত হবে। দেশের সকল সম্প্রদায়ের নারীদের ভূমি, সম্পত্তি ও অন্যান্য ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিতে আমাদের কিছু আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার। এই দাবীগুলো সামনে আনতে হবে। মিডিয়া এ ব্যাপারে বড় ভূমিকা রাখতে পারে।’

এ কর্মশালায় ২০ জন সাংবাদিক ও মানবাধিকার কর্মী অংশগ্রহণ করেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সানজিদা খান রিপা।

Link copied!