নারীদের নিশ্চিন্তে কাজের সুযোগ দিতে রাজধানীতে ডে কেয়ার সেন্টারের উদ্বোধন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২৩, ০১:৫৮ পিএম

নারীদের নিশ্চিন্তে কাজের সুযোগ দিতে রাজধানীতে ডে কেয়ার সেন্টারের উদ্বোধন

কর্মজীবী নারীদের শিশুদের (৬ মাস হতে ৬ বছর পর্যন্ত) দিবাযত্ন কেন্দ্র থেকে সেবা প্রদানের মাধ্যমে কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করার সুযোগ দিতে শিশু দিবাযত্ন কর্মসূচির আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্রের ২০টি ডে কেয়ার সেন্টারের একটি উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় রাজধানীর মালিবাগে এসবি অফিসে ডে কেয়ার সেন্টারটি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী ইন্দিরা শিশুদের সাথে ফিতা ও কেক কেটে কেন্দ্রটি উদ্বোধনের পর ঘুরে দেখেন। ঘুরে দেখার সময় আট মাস বয়সী একটি শিশুকে কোলে তুলে নেন তিনি।

এছাড়াও কর্মজীবী মা ও শিশুদের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী। কর্মজীবী মায়েরা ডে কেয়ার ও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করায় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী বলেন, “শিশুদের প্রারম্ভিক শৈশবের চাহিদা পূরণের গুরুত্ব এবং নারীদের অর্থনৈতিক সুরক্ষা ও সমৃদ্ধির মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে। কারণ নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো শিশুর দিবাকালীন যত্ন। এ বিষয়টির গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ‘২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে স্বল্প মূল্যে কর্মজীবী নারীদের ৪ মাস থেকে ৬ বছর বয়সী শিশুদের প্রারম্ভিক বিকাশের চাহিদা পূরণের জন্য দেশব্যাপী ১১টি জেলায় ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করেছে। এর মাধ্যমে ১২০০ জন কর্মজীবী নারীকে পারিবারিক ও কর্মক্ষেত্রের দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রেখে কর্মক্ষেত্রে নিশ্চিন্তে এবং মনোযোগ সহকারে কাজ করতে সহায়তা করা হচ্ছে।

ডে কেয়ার সেন্টারের ইনর্চাজ ও প্রকল্প পরিচালক যুগ্মসচিব শবনম মোস্তারী বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্রে ৬০টি শিশুকে সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত রাখার সুবিধা রয়েছে। কেন্দ্রে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, সকাল-বিকেলের নাস্তা ও দুপুরের খাবার দেওয়া হবে। শিশু দিবাযত্ন কেন্দ্রটিতে রয়েছে শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুবিধা। শিশু ভর্তি বা যেকোনো পরামর্শের জন্য ওয়েবসাইটে চোখ রাখতে পরামর্শ দেন তিনি।

অতিরিক্ত পুলিশ মহাপরির্দশক মনিরুল ইসলাম সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব হাসানুজ্জামান কল্লোল।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারী ও পুরুষ অভিভাবকরা।

Link copied!