জুন ১৪, ২০২১, ০২:১৫ পিএম
নির্বাহী বিভাগের অধীনে মেবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে সংরক্ষিত আসনের বিএনপি সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার একাদশ জাতীয় সংসদ অধিবেশনে ‘আয়োডিন যুক্ত লবণ সংশোধন আইন ২০২১’ সংসদ বিল নিয়ে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন ‘আট দশটা আইনের মতো এই আইনেও ৪৭ ধারায় আমরা দেখলাম মোবাইল কোর্টের প্রোবিশান রাখা হয়েছে।’
মোবাইল কোর্ট বিষয়ে কথা বলার পাশাপাশি তিনি আমলাদের লাগামহীন দৌরাত্ম নিয়ে কথা বলেন। এক পর্যায়ে তিনি প্রশ্ন রাখেন, ‘যদি কোন অপব্যবহার নাও হয়, একটা স্বাধীন দেশে যেখানে স্বাধীন বিচার ব্যবস্থা আছে বলে দাবি করা হয়, সেখানে মোবাইল কোর্টের মতো আইন থাকতে পারে কিনা?’
বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, ‘কারণ আমরা জানি যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে যে কনসেপ্টটা অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা হচ্ছে সেপারেশান অব পাওয়ার। অর্থাৎ একটা রাষ্ট্রের বিচার বিভাগ, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ আলাদা আলাদাভাবে কাজ করবে ‘
তিনি বলেন, ‘এরকম একটা অবস্থায় আমরা যদি দেখি যে মোবাইল কোর্ট নির্বাহী বিভাগ দ্বারা পরিচালিত হচ্ছে সেটা কিন্তু সংবিধানের ২২ ধারার সরাসরি সাংঘর্ষিক। সংবিধানের ২২ ধারার সাথে সংবিধানের ১১৫ এবং ১১৬ ধারার সাথেও সাংঘর্ষিক।’