পানি সম্পর্কিত অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা দরকার: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২২, ০৩:৫৬ পিএম

পানি সম্পর্কিত অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা দরকার: প্রধানমন্ত্রী

পানি সম্পর্কিত অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও প্রযুক্তি ভাগ করে নেওয়ার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে  এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি এক হয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। শনিবার জাপানের কুমামোটোতে অনুষ্ঠিত চতুর্থ এশিয়া-প্যাসিফিক ওয়াটার সামিটে প্রদশির্ত একটি ভিডিও বিবৃতিতে এই আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন,আন্তঃসীমান্ত নদীগুলোর পানি ব্যবস্থাপনার জন্য অববাহিকা ভিত্তিক পদ্ধতির প্রয়োজন। শেখ হাসিনা বলেন, আমরা জলবিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনসহ আঞ্চলিক বা উপ-আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিই। তিনি বলেন, আজকের মানুষ ভবিষ্যত প্রজন্মের কাছে পানি সংক্রান্ত অঙ্গীকার পূরণে দায়বদ্ধ। এর মধ্যে পানি সম্পর্কিত এসডিজিও রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের তরুণদের অবশ্যই ক্ষমতায়ন করতে যাতে তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে পারে। 

প্রধানমন্ত্রী বলেন, পানি সংক্রান্ত দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশকে রোল মডেল হিসেবে বিবেচনা করা হয়। বন্যার বাঁধ, সাইক্লোন শেল্টার, উপকূলীয় পোল্ডার, গ্রিন বেল্ট, ভাসমান কৃষি, নদী খনন, শহুরে ঝড়ের পানি নিষ্কাশন ব্যবস্থায় আন্তর্জাতিক বিনিয়োগ বাংলাদেশের সক্ষমতা বাড়িয়েছে।

Link copied!