অক্টোবর ১৮, ২০২১, ০৮:০১ পিএম
দেশে যে কেনো মুল্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে হামলা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সোমবার (১৮ অক্টোবর) ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) টেলিফোনে দেওয়া এক সাক্ষাতকারে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।খবর দ্য ডেইলি স্টার’র।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সহিংস কর্মকাণ্ড চালানোর জন্য উস্কে দেওয়ার সাথে জড়িত অপরাধীদের ধরার জন্য তদন্ত চলছে।’
দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে চালানো হামলার পেছনে বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা আছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি স্পষ্টভাবে কিছু না বললেও সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দেন নি বলে দ্য ডেইলি স্টার’র এর প্রতিবেদনে বলা হয়।
পিটিআইকে দেয়া সাক্ষাতকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠিন পদক্ষেপ নিয়েছি। একটি তদন্ত চলছে, কোনো অপরাধীই ছাড় পাবে না। আমি আশ্বস্ত করতে চাই, যে কোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের লোক এ দেশের নাগরিক এবং তাদের রক্ষা করা হবে।’’
বাংলাদেশ কোনোভাবেই অপরাধীদের লক্ষ্য পূরণে সফল হতে দেবে না প্রত্যয় ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের ভারবমূর্তিকে ক্ষুন্ন করাসহ আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা সৃষ্টির লক্ষেই এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। তবে আমরা এই অপশক্তিকে সফল হতে দেবো না।’
কোনো শান্তিপ্রিয় মানুষ এবং ধর্মভীরু হিন্দু বা মুসলমান এই কাজ করতে পারে না উল্লেখ করে পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা হামলার পেছনে বিএনপি-জামাতের বা তৃতীয় অন্য কোনো দলের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। দেশের উন্নতিকে বাধাগ্রস্ত করতে তারা হামলার পেছনে ইন্ধন দিতেও পারে। আগামী জাতীয় নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে চালানো এ হামলার পেছনে তারা কাজ করতে পারে বলেও তিনি জানান।
বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় ভারতের উদ্বেগের কিছু নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে এবং খুব তাড়াতাড়ি তদন্তের উন্নতি জানা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা মনে করি সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। আমরা কার্যকরভাবে পরিস্থিতির সামাল দিতে পেরেছি এবং তাদের সুরক্ষায় আমরা যথাসাধ্য সব কিছু করছি। সংখ্যালঘুদের ওপর এ ধরণের হামলা অন্যান্য দেশেও ঘটে থাকে।”
সম্প্রতি আফগানিস্তানে চালু হওয়া তালেবান শাসনের প্রতি আকৃষ্ট হয়ে উগ্রপন্থীরা হামলা চালিয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘তালেবানের উত্থানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ থেকে এক হাজার মাইলেরও বেশি দূরে আফগানিস্তান এবং আমাদের দেশের জনগণ এ বিষয় নিয়ে উদ্বিগ্ন নয়।”