পুরান ঢাকায় অগ্নিকাণ্ড এড়াতে কারখানা স্থানান্তর: মেয়র তাপস

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৭, ২০২২, ১২:৪০ পিএম

পুরান ঢাকায় অগ্নিকাণ্ড এড়াতে কারখানা স্থানান্তর: মেয়র তাপস

পুরান ঢাকাকে ঝুঁকিমুক্তের প্রাথমিক সমাধান হিসেবে রাসায়নিক ও প্লাস্টিক কারখানা স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার চকবাজার পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে এ মন্তব্য করেন ডিএসসিসি মেয়র।

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে তাপস বলেন, স্থাপনার সব কিছু অবৈধ হওয়ার পরেও গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন পেয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন ২০১৮ সাল থেকে পুরান ঢাকায় কারখানা তৈরির লাইসেন্স বন্ধ রেখেছে।  এরপরও অনেকে অবৈধভাবে কারখানা চালাচ্ছে।  এটি বন্ধ না হলে প্রতি বছর পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনার পূর্নরাবৃত্তি দেখবো।

কারখানা স্থানান্তরের বিষয়ে বলেন, পুরান ঢাকায় ১৯২৪টি কারখানা চিহ্নিত করা হয়েছে।  এরমধ্যে চলতি বছরের ডিসেম্বর নাগাদ ৫০০ কারখানা শ্যামপুরে স্থানান্তরিত হওয়ার কথা রয়েছে। আর বাকিগুলো ধাপে ধাপে স্থানান্তর হবে।

Link copied!