বাবুলের দুই সন্তানকে জিজ্ঞাসাবাদ করা যাবে: হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৮, ২০২২, ০৮:৫৯ পিএম

বাবুলের দুই সন্তানকে জিজ্ঞাসাবাদ করা যাবে: হাইকোর্ট

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাদের দুই সন্তানের জবানবন্দি নিতে পিবিআই কর্মকর্তাদের চট্টগ্রাম থেকে মাগুরায় যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

স্থান নির্ধারণের পাশাপাশি শিশুদের বিবৃতি রেকর্ডের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার প্রতি কয়েকটি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

আদালত জানান, যদিও তারা শিশু; কিন্তু তাদের সাক্ষ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এ মামলার ক্ষেত্রে। শিশু আইনের এজাহার অনুসরণ করে মাগুরা জেলার সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে শিশুদ্বয়ের বিবৃতি রেকর্ড করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জিজ্ঞাসাবাদের তারিখে শিশুদ্বয়ের দাদা তাদেরকে সমাজসেবা কার্যালয়ে আনতে বাধ্য থাকবে। এক্ষেত্রে কোনো গড়িমসি বা টালবাহানা করা যাবে না। জিজ্ঞাসাবাদের আগে তাদেরকে বেশকিছু সময়ের জন্য আলাদাভাবে সমাজসেবা কর্মকর্তার নিকট রাখতে বাধ্য থাকবে।

জিজ্ঞাসাবাদের সময় শুধু দাদা সামনে থাকবেন। চাচা বা অন্য কোনো ব্যক্তি সেখানে উপস্থিত থাকতে পারবেন না। তবে সে সময় একজন নারী পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকবেন। কোনোক্রমেই শিশুদ্বয়ের সুরক্ষা ও নিরাপত্তা এবং তাদের ওপর মানসিক চাপ যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তদন্ত কর্মকর্তাকে আগামী ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা।

পরদিন ৬ জুন মাহমুদার স্বামী বাবুল বাদী হয়ে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন। অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করা হয়।

তদন্ত শেষে পিবিআই এই মামলায় গত বছরের ১২ মে চূড়ান্ত প্রতিবেদন দেয়। একই দিন বাবুলের শ্বশুর ও সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন পাঁচলাইশ থানায় আরেকটি হত্যা মামলা করেন।

মোশাররফের মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়। মোশাররফের করা মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে ২০২১ সালের ৬ মার্চ তা গ্রহণ করেন আদালত। অন্যদিকে বাবুলের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেননি। বাবুলের করা মামলাটি পিবিআই তদন্ত করছে।

Link copied!