জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবী মেনে নিয়েছে সরকার। এতে টানা তিন দিন ধরে চলা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক সমিতিসহ বেশ কয়েকটি সংগঠন। নতুন ভাড়া নির্ধারণ করে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রবিবার(৭ নভেম্বর) সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ওই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ভাড়ার এ বৃদ্ধি শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাস, অকটেন ও পেট্রলচালিত যানবাহনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
সহকারী সচিব মো: জসিম উদ্দিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার থেকে ভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত কার্যকর হবে। রবিবার রাতেই এ সংক্রান্ত একটি গ্যাজেট জারি করা হয়েছে। তবে সিএনজিচালিত বাসসমূহ এর আওতায় পড়বে না।
এর আগে, রবিবার দীর্ঘ সাত ঘণ্টার টানা বৈঠক শেষে ব্রিফিংয়ে ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন- বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাকেশ ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তাপর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাসভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে সকল গণপরিবহন ধর্মঘট পালন করে।