বিদেশিদের আনাগোনা বাড়লে এটা দেশের ভালো: তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৬:৫১ পিএম

বিদেশিদের আনাগোনা বাড়লে এটা দেশের ভালো: তথ্যমন্ত্রী

বাংলাদেশের অর্থনীতি ‘ক্রমেই শক্তিশালী হচ্ছে’ বলেই বিদেশিরা আগ্রহী হয়ে উঠছে বলে মনে করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ; তাঁর বিবেচনায় এই আগ্রহ দেশের জন্য ইতিবাচক। তিনি বলেন, বিদেশিদের আনাগোনা সবসময় ছিল। বাংলাদেশ যেহেতু ইমার্জিং ইকোনমি, বিদেশিরা একটু বেশি আসবে। আমাদের বাণিজ্য বহুমুখী হবে, আমরা আমাদের পণ্য বিক্রি করতে পারব। তাদের আগ্রহ আছে বিধায় আসছে, এটি দেশের জন্য ভালো। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে নির্বাচনের এক বছর আগে বিদেশিদের ‘আনাগোনা বৃদ্ধির বিষয়ে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মূল্যায়ন করেন।

আগামী কয়েক বছর পর বাংলাদেশ ক্রমেই আরও ‘উপরে উঠবে’ বলে মনে করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, যেই দেশের অর্থনীতি চাঙা, বাজার বড় এবং ক্রম সম্প্রসারমাণ, সেখানে অন্যান্য দেশের আগ্রহ বাড়বে এটাই খুব স্বাভাবিক। সে কারণেই তাদের আনাগোনা আসা-যাওয়া বেড়েছে,” বলেন হাছান।

বর্তমান সরকারের ১৪ বছরে বাংলাদেশের অর্থনীতির ‘এগিয়ে যাওয়ার বিষয়টি’ও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, “২০০৯ সালে যখন আমরা সরকার গঠন করি, তখন আকার অনুযায়ী পৃথিবীর ষাটতম অর্থনীতির দেশ ছিল বাংলাদেশ। সেখান থেকে জিডিপির বিচারে ২৫টি দেশকে পেছনে ফেলে গত ১৪ বছরে আমরা জিডিপিতে ৩৫তম, পিপিপিতে ৩১তম অর্থনীতির দেশে উন্নীত হয়েছি।”

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠকে কী নিয়ে কথা হয়ে, জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সেখানে নানা বিষয়ের মধ্যে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি প্রাধান্য পেয়েছে। আমরা সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্রদূতদের জানিয়েছি। অন্যদেরও সেই কথাটি বলা হচ্ছে। আমরাও চাই দেশে আগামী নির্বাচনে বিএনপিসহ সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করুক।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব একজন শিক্ষিত মানুষ হয়ে মুর্খের মতো বারবার ‘সরকারের অধীনে নির্বাচন’ কেন বলেন সেটিই হচ্ছে আমার প্রশ্ন? নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে, সরকার তখন শুধু ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ওনারা পাকিস্তানকে কেন এত অনুকরণ করেন সেটিই হচ্ছে প্রশ্ন? বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার হবে না। ভারত, অস্ট্রেলিয়া, জাপান, ইউকে, ইউরোপের বিভিন্ন দেশসহ সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে। চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। পাকিস্তানের আদলে স্বপ্ন দেখে কোনো লাভ নেই।

Link copied!