বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়রে তৈরি বৈঠক অ্যাপে অনুষ্ঠিত হলো আসিয়ানের ভার্চুয়াল সম্মেলন। প্রথমবারের মতো বুধবার (১৬ জুন) বিদেশী কূটনীতিকদের নিয়ে ঢাকায় আসিয়ানের ভার্চুয়াল সম্মেলনে সফলভাবে অ্যাপটি ব্যবহার করলো পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভার্চুয়াল মিটিংয়ে আসিয়ান রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশী দেশগুলির সাথে তার সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করেন। পররাষ্ট্রসচিব ‘সেক্টোরাল ডায়ালগ পার্টনার’ হিসেবে বাংলাদেশকে সমর্থনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সম্মেলনে পররাষ্ট্রসচিব বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন।
আসিয়ানভূক্ত রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ দেশের করোনা পরিস্থিতি নিয়ে অন্যদের সঙ্গে মতবিনিময় করেন। তারা জানায়, বাংলাদেশের আসিয়ানের ‘সেক্টোরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আবেদনকে সমর্থন করছেন তারা। এ ক্ষেত্রে তারা ‘বাংলাদেশের বিড’কে পূর্ণ সমর্থন দেওয়ারও আশ্বাস প্রদান করেন।
পররাষ্ট্রসচিব আরও জানান, বাংলাদেশ আসিয়ানভূক্ত দেশগুলির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, যাতায়াত, প্রতিরক্ষা সহযোগিতা, একাডেমিয়া এবং 'ট্র্যাক-২' কূটনীতির মতো ক্ষেত্রগুলির সংশ্লিষ্টতা ও মাত্রা বাড়াতে আগ্রহী।
বৈঠকে রাষ্ট্রদূত সেক্রেটারি (পূর্ব) মাশফি বিনতে শামস, সেক্রেটারি (পশ্চিম) রাষ্ট্রদূত শব্বির আহমদ চৌধুরী এবং মিয়ানমার ও দক্ষিণ পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালকগণ উপস্থিত ছিলেন।