নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালানো ৫ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয়রা। পরে তারা দুপুরের দিকে রোহিঙ্গা নাগরিকদের চরজব্বর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টির সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আটককৃত রোহিঙ্গা নাগরিকরা হলেন- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৫৬ নম্বর ক্লাস্টারের মো.ইউসুফের ছেলে নাছির উল্ল্যাহ (২০), ৭৪ নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে রাজা মিয়া (১৮), ৭৪ নম্বর ক্লাস্টারের সালেহ আহম্মদের ছেলে জন্নাত উল্ল্যাহ (২০), ৭১ নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে মনিরুজ্জামান (৩৫) ও একই ক্লাস্টারের নূর মোহাম্মদের মেয়ে লোবেদা (২২)।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ গণমাধ্যমকে বলেন, “সোমবার ভোর রাতের দিকে দালালের মাধ্যমে তারা ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসে। দালাল তাদেরকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। সকালের দিকে অপরিচিত এক যুবতী ও চার যুবককে দেখে স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা নিজের রোহিঙ্গা বলে পরিচয় দেন। পরে খবর দেওয়া হলে দুপুরের দিকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।” আটক রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।