সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুতদারের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে বেআইনি সিন্ডিকেট ব্যবসা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করা রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন আদালত।
এ বিষয়ে বাণিজ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ৬ মার্চ সুপ্রিম কোর্টের চার আইনজীবী রিটটি করেন। শুনানি নিয়ে আজ আদেশ দেওয়া হয়।
পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন রেখেছেন আদালত। এ সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সৈয়দ মহিদুল কবীর। রিটের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরিন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও আবুল কালাম খান।