শনিবার (৩০ এপ্রিল) মধ্যরাতেই শেষ হচ্ছে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা। এর ফলে দীর্ঘ দুই মাস পর জেলেরা ইলিশ ধরার সুযোগ পাচ্ছেন। এতে জেলেপাড়ার বাসিন্দারের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে।
স্থানীয় ও জেলাসূত্রে জানা যায়, এই জেলায় প্রায় ৫২ হাজার জেলে রয়েছে। সবাই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। শিকারে ব্যবহৃত জাল ও নৌকাসহ সব ধরনের কাজ সেরে নিতে মাছঘাটগুলোতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে অভিযান সফল দাবি করে জেলা মৎস্য কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন, গত বছরের চেয়ে এবার মাছের উৎপাদন বাড়বে। চলতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার মেট্রিক টন। গত বছরের চেয়ে এই লক্ষ্যমাত্রা পাঁচ হাজার মেট্রিক টনের বেশি।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দও নিষেধাজ্ঞা কর্মসূচি সফল দাবি করে গণমাধ্যমে বলেন, “সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে জেলা-উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয় করে ট্রান্সর্পোট গঠন করে নদীতে অভিযান অব্যাহত ছিল। অভিযান সফল হওয়ায় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।”
প্রসঙ্গত, দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য চলতি বছরের ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ৬ জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।