মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট উন্মোচন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২২, ০২:২০ পিএম

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট উন্মোচন

যাত্রা শুরু করলো ঢাকা নগরবাসীর স্বপ্নের মেট্রোরেল। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে একটি আধুনিক মেট্রোরেল ব্যবস্থায় প্রবেশ করলো বাংলাদেশ।  

দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল উদ্বোধনী অনুষ্ঠানে এ নোট উন্মোচন করেন তিনি। বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও পরবর্তী সময়ে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে স্মারক নোটটি।

এর আগে বুধবার সকাল ১১টার দিকে উত্তরার দিয়াবাড়ি মাঠে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে সুধী সমাবেশে যোগ দেন তিনি।     

দেশের প্রথম উড়াল মেট্রো রেলে ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে পাঁচ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে। ছয়টি কোচ সংবলিত প্রতিটি একমুখী রেলগাড়ি প্রতিবারে ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে থেমে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ জন যাত্রী পরিবহন করতে পারবে।

Link copied!