এপ্রিল ১৫, ২০২৩, ০৭:২০ পিএম
যশোরের ঝিকরগাছায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ডে নাম-ঠিকানায় ভুল, পরিচয় যাচাই না করাসহ অনেক অসঙ্গতি দেখা গিয়েছে। এই কার্ডগুলো প্রকৃত সুবিধাভোগীদের না দিয়ে নিজস্ব লোককে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।
যাদের পণ্য নিচ্ছেন তাদের কার্ডগুলোর বেশিরভাগই ছবিহীন এবং নাম-ঠিকানার মিল নেই। ট্যাগ অফিসার ছাড়াই ডিলার কর্তৃপক্ষকে পণ্য বিতরণ করতে দেখে প্রশ্ন করায় বিতরণে নিয়োজিত থাকা আবদুল ওয়াদুদ বলেন, ‘আমরা বাইরের লোক। চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশে পণ্য বিতরণ করছি।’
জানা গেছে, পিতা-স্বামীর নাম ছাড়াই তালিকা করা হয়েছে। অনেকের গ্রামের নাম ও মোবাইল নম্বর ভুল দেওয়া হয়েছে। এমনকি অসহায়দের পরিবর্তে ধণাঢ্য ব্যক্তিদের নামও পাওয়া গেছে তালিকায়।
চারতলা বাড়ির মালিক এক আইনজীবী টিসিবির কার্ড পেলেও ভ্যানচালক, দিনমজুর, অন্যের জায়গায় বসবাসকারী এক ব্যক্তি কার্ড পাননি। অথচ টিসিবির তালিকায় স্থান পেয়েছেন ঠিকাদার, ব্যবসায়ী, চাকরিজীবী ও দলীয় নেতারা।
অন্যদিকে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের টিসিবি তালিকায় পিতা-স্বামীর নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়াও গ্রামের নাম, ছবি, জাতীয় পরিচয়পত্রের নম্বর ভুল দেওয়া হয়েছে।
এদিকে টিসিবি কার্ডে নাম থাকলেও জানেন না এমন কার্ডধারীদেরও পাওয়া গিয়েছে। অনেক ইউপি সদস্য কার্ড নিয়ে প্রকৃত সুবিধাভোগীদের কাছে বিতরণ করেননি বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘নতুন ইস্যুকৃত টিসিবি কার্ড বিতরণ করতে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। কেউ কার্ড না পেলে তাঁদের সাথে যোগাযোগ করতে হবে।’
টিসিবির কার্ড অনেক হতদরিদ্র নিতে চাননি অভিযোগ করে ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা বলেন, ‘প্রথম যখন টিসিবির কার্ড করা হয় তখন হতদরিদ্র অনেকে নিতে চায়নি। তাই কিছু ধনী লোকের নাম আছে। পরবর্তীতে বরাদ্দ আসলে সমন্বয় করা হবে।’
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ‘একজনের কার্ডে অন্যজনের পণ্য নেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’