ডিএমপির নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা। এ বিষয়ে পুলিশের মাথাব্যাথা নেই। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে 'কমিশনার'স মিট দ্য প্রেস' অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিষিদ্ধ দলগুলো ছাড়া সব রাজনৈতিক দল রাজনৈতিক সমাবেশ ও মিছিল করতে পারবে জানিয়ে তিনি আরও বলেন, 'আমাদের কাজ আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণ করা।'
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো গাড়িতে অগ্নিসংযোগ বা ভাঙচুরসহ ফৌজদারি অপরাধে লিপ্ত না হওয়া পর্যন্ত পুলিশ তাদের সহায়তা করবে।
ডিএমপিতে কর্মরত বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে রয়েছে। তবুও তারা ভালো যায়গায় পোস্টিং পাচ্ছেন। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার আগে কি হয়েছে সেটা জানা নেই। তবে আমার সময়ে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ট্রাফিক সমস্যা সমাধানের বিষয় কি ব্যবস্থা নেয়া হবে এমন অপর এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত কমিশনার বলেন, আমি দীর্ঘ দিন ডিএমপি ট্রাফিক বিভাগে কাজ করেছি। সেই সময়ে বেশ কিছু প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরেছি। কিন্তু অনেক কিছুই বাস্তবায়ন হয় নি। কমিশনার হিসেবে আমি আবারও সেই প্রস্তাবগুলো বাস্তবায়নে কাজ করবো।