মার্চ ৩১, ২০২২, ০৪:৫৮ পিএম
রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মদের গ্রেফতারের খবরে এলাকার লোকজন মিস্টি বিতরণ করে খেয়েছে। জান মোহাম্মদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযান চালানো হলেও গ্রেপ্তার করা যাচ্ছিল না। অবশেষে রাজশাহীর জেলা গোয়েন্দা ও থানা–পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি উপজেলার সারন্দি গ্রামে।