র‌্যাব ইস্যুতে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৭:৫৫ পিএম

র‌্যাব ইস্যুতে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং এর বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। লবিস্ট ফার্মের জন্য প্রতি মাসে ২০ হাজার মার্কিন ডলার খরচ হবে বলেও তিনি জানান।

আরও পড়তে পারেন: ‘ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা পোল্যান্ডে অন-অ্যারাইভাল ভিসা পাবেন’

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এক বছরের জন্য লেন্স অ্যান্ড মুলিন্স নামের একটি প্রতিষ্ঠানকে লবিস্ট ফার্ম হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

প্রসঙ্গত, এর আগে র‍্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটির পররাষ্ট্র দপ্তরকে চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকার। চিঠিতে যেসব বিষয় বিবেচনায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার প্রতিটি বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “র‍্যাবের কারণে সন্ত্রাস কমেছে। তাদের কারণে মাদকের বিস্তারও কমেছে।”

বাংলাদেশ যে মানবাধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, সে বিষয়টিও উল্লেখ করা হয়েছে চিঠিতে। সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে র‍্যাবের ভূমিকার কথাও এতে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও সংস্থাটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর গত বছরের ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর পর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে নিষেধাজ্ঞা দেয় মার্কিন রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দপ্তর।

Link copied!