জুলাই ১, ২০২১, ০৮:০৫ পিএম
কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক মানুষ আটক করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হয়েছেন তাদেরকে করা হয়েছে জরিমানাও।
অন্যসময়কার ব্যস্ত ঢাকার সড়কসমূহে আজকে গাড়ি বা মানুষের চলাচল তেমন একটা ছিলো না বললেই চলে। নগরীর মোড়ে মোড়ে জনসমাগম ঠেকাতে ম্যাজিস্ট্রের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এ চিত্র দেখা যায়।
বন্ধ রয়েছে দোকানপাটও, বিভিন্ন স্থানে দোকান খোলা খুললেও তা চোখে পড়লেই বন্ধ করে দেয়া হচ্ছে। এছাড়া খোলা রয়েছে কাঁচাবাজার, স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কাঁচাবাজার এ প্রয়োজনীয় পণ্য কিনতে যেতে পারছে মানুষ।
এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল গণমাধ্যমকে জানান, রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষকে আটক করেছে পুলিশ। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাঁদের আটক করা হয়েছে।
এছাড়াও, কঠোর বিধিনিষেধের প্রথম দিন নগরবাসী ও যানবাহন নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনসমাগম রোধ করার জন্য পুরনোদের পাশাপাশি আরও ১০৬ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। দায়িত্ব পালনকালে তারা গণমাধ্যমকে বলেছেন, জেল জরিমানা মূল উদ্দেশ্য নয়। করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই তারা কাজ করছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য অনুযায়ী তারা ঢাকার প্রবেশপথগুলোতেও সতর্ক অবস্থানে রয়েছেন। তারা জানিয়েছেন বেশিরভাগই বিধিনিষেধ মেনে চলছেন। মানুষ সচেতন না হলে প্রয়োজনে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষ।