আজ হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা ও বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা। সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উৎসব উদযাপন করবে। এদিকে, হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে আজ উদযাপিত হচ্ছে লক্ষ্মী পূজা।
ধন-সম্পদের দেবী লক্ষ্মী ধরায় আসেন তার বাহন পেঁচাকে নিয়ে। হাতে শোভা পায় শস্যের ভাণ্ডার। বাংলাদেশে চান্দ্র আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর পূজা করা হয়। এছাড়া প্রতি বৃহস্পতিবারও সধবারা ঘরে লক্ষ্মী পূজা করেন।
লক্ষ্মীপূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো—সিঁদুর, ঘট, ধান, মাটি, আম্রপল্লব, ফুল, দুর্বা, তুলসীপাতা, হরীতকী, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, আতপচাল ও জল। লক্ষ্মীপূজায় মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় শোভা পায় চালের গুঁড়োর আলপনায় লক্ষ্মীর ছাপ।
অন্যদিকে প্রত্যেক বৌদ্ধ বিহারে পালিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিনমাস বর্ষাব্রত শেষে প্রবারণা উৎসবের আয়োজন করা হয় বৌদ্ধ পল্লীতে।
বিহারগুলোতে সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধপূজা, মধ্যাহ্ন ভোজন ও ভিক্ষুসংঘকে দান অনুষ্ঠিত হবে। বিকালে রয়েছে খণ্ডকালীন ভাবনা অনুশীলন ও সদ্ধর্ম দেশনা।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।