শবে বরাতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ০৮:৩২ পিএম

শবে বরাতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার

মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসে পবিত্র শবেবরাত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এহিসেবে শুক্রবার দিবাগত রাতই শবেবরাতের রাত বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মুসলমানদের কাছে শবে বরাত লাইলাতুল বরাত নামেও পরিচিত। লাইলা আরবি শব্দ যার অর্থ রাত। অন্যদিকে শব হচ্ছে ফার্সি শব্দ যার অর্থও রাত। আর বরাত অর্থ মুক্তি বা নিষ্কৃতি। শাবান মাসের ১৪ তারিখের এ রাতকে মুক্তির রাত বা নাজাতের রাত হিসেবে অবহিত করা হয়।

শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এই রাতে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন ও দান-খয়রাত করেন। অতীতের গুনাহ’র জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ বিষয়ে নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৮ মার্চ) মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন, প্রতি বছর শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির নাশকতা করে থাকে। প্রতি বছরের মতো এবারও র‌্যাব পেট্রোল নিয়োজিত থাকবে। এছাড়াও যেন কেউ উসকানিমূলক কোনো কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে সেজন্য সাইবার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে । অনুষ্ঠানে এতিম ও দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

 

Link copied!