শুধু রাজধানীতেই সক্রিয় ৮০টি কিশোর গ্যাং!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২৩, ১১:৩৫ পিএম

শুধু রাজধানীতেই সক্রিয় ৮০টি কিশোর গ্যাং!

একদিকে তথ্য-প্রযুক্তির অপব্যবহার আর অন্যদিকে প্রচলিত শিশু আইনের দুর্বলতা। ফলে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিতে পারায় শুধু রাজধানীতেই ৮০টি কিশোর গ্যাংয়ের ৩৩৯ জন সদস্য সক্রিয় রয়েছে।

শনিবার (০৮ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির এক অনুষ্ঠানে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

অনুষ্ঠানে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজধানীতে কিশোর অপরাধসংশ্লিষ্ট ৪৬টি মামলা হয়েছে। যার মধ্যে একটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পুলিশ কিশোর অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ করছে। এ ক্ষেত্রে সফল হতে হলে অভিভাবকসহ সমাজের সকল অংশীজনকে সম্পৃক্ত করতে হবে।

শুধু আইনের আওতায় এনে কিশোর অপরাধ দমন সম্ভব নয় বলে খন্দকার গোলাম ফারুক বলেন, কিশোর অপরাধ দমন করতে চাইলে বাড়াতে হবে সামাজিক ও পারিবারিক সচেতনতা। এছাড়া বর্তমান আইন অনুযায়ী কিশোর অপরাধীদের সংশোধন কেন্দ্রে পাঠানো হলেও তারা কতখানি স্বাভাবিক জীবনে ফিরে আসে সেটি প্রশ্নসাপেক্ষ। কিশোর অপরাধীদের বিচারের আওতায় আনতে হলে আইনের সংস্কার প্রয়োজন। 

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে “প্রযুক্তির অপব্যবহারের কারণেই কিশোর অপরাধ বাড়ছে” শীর্ষক ছায়া সংসদে সরকারি দল হিসেবে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও বিরোধী দল হিসেবে সামসুল হক খান স্কুলের বিতার্কিকরা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় অনলাইনে বিভিন্ন অপরাধ এবং অফলাইনের অপরাধ নিয়ে দুই পক্ষের বক্তাদের মধ্যে চলে নানা যুক্তি খণ্ডন। প্রতিযোগিতায় ঢাকার সামসুল হক খান স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নওগাঁ জেলার মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয়।

Link copied!