ডিসেম্বর ২৮, ২০২২, ০৩:১৫ পিএম
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতৃমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংক কে দেখিয়ে দিয়েছেন হ্যা, আমরা নিজেরাই পদ্মা সেতু বানাতে পারি। আজ মেট্রোরেল উদ্বোধন করে তিনি আরও একবার এটি প্রমাণ করলেন।”
বুধবার বিকেলে দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে এই উন্নয়ন, এই পদ্মা সেতু, মানুষ বলে শেখের বেটি দেখিয়ে দিয়েছে। বিশ্বব্যাংকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরাও পারি। মেট্রোরেল করে তিনি আবারও প্রমাণ করেছেন ইয়েস উই ক্যান। কেন আমরা পারব না। আমরা বীরের জাতি। বিশ্ব ব্যাংক অপবাদ দিতে পারে। তারা অপবাদ দিয়েছে। আমি বলতে চাই, আমরা বীরের জাতি, চোরের জাতি নই।’
বিএনপি নেতাদের ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘মনে অনেকেরই জ্বালা। অন্তর জ্বালায় মরে, বড়ই অর্ন্তজ্বালা। অর্ন্তজ্বালা কেন, তারা বলেছে শেখ হাসিনা জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করেছেন। এখন যাচ্ছেন কীভাবে সমাবেশ করার জন্য। মাত্র তিন ঘণ্টায় খুলনায় গেলেন সমাবেশ করতে, কখনও পেরেছেন? জীবনে পেরেছেন?’
আওয়ামী লীগ সব কিছু মোকাবিলা করতে প্রস্তুত জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, “‘বড় বড় কথা, বিষোদগার, আগুন সন্ত্রাস আমরা মোকাবিলা করবই। শেখ হাসিনা পদ্মা করল, মেট্রো করল, শত সেতু, শত সড়ক করল, শতভাগ বিদ্যুৎ দিয়ে ফেলল, ভ্যাকসিন দিল। এই বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। আমরা ভালো আছি, তাই তাদের মনে বড় জ্বালা।”
এর আগে, দেশের প্রথম মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টার দিকে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করে তিনি।