মে ১৮, ২০২২, ০৩:৪৫ পিএম
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সয়াবিনসহ ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজার অস্বাভাবিক বেড়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে সরিষা ও রাইস ব্র্যান তেলের ব্যবহার বাড়ানোর চিন্তা করছে সরকার।
বুধবার সচিবালয়ে দ্রব্যমূল্য এবং বাজার পরিস্থিতি সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “ভোজ্য তেলের বাজারে সমস্যা হবে না। এটা বাজারে চাহিদা অনুযায়ী আছে। গত ৫ মে তেলের যে দাম ঠিক করে দেওয়া হয়েছিল, তখন ব্যবসায়ীরা বলেছিলেন, সাপ্লাই ঠিক আছে। কিন্তু মাঝখানে সেটা ঠিক ছিল না, তবে এখন সাপ্লাই ঠিক হয়ে গেছে।”
মন্ত্রী বলেন, “দেশে রাইস ব্র্যান তেল ৭ লাখ টন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যা মোট চাহিদার ২৫ শতাংশ পূরণে সক্ষম। কৃষি মন্ত্রণালয়ের সাথে আলোচনা হচ্ছে এর উৎপাদন আরও বাড়নোর বিষয়ে।”
ভারতের গম রপ্তানি বন্ধের প্রভাব প্রসঙ্গে টিপু মুনশি বলেন, “এখন দেশে উৎপাদন হয় ৫০ থেকে ৬০ হাজার টন।। এক্সপোর্ট না করে দেশের বাজারে রাখতে হবে গম। ভারত গম রপ্তানি বন্ধের প্রভাব বাংলাদেশে পড়বে না। যে পরিমাণ মজুদ আছে তা দিয়ে সঙ্কট হবে না।”
টিসিবির পণ্য বিক্রির বিষয়ে টিপু মুনশি বলেন, “সরকারেরতো বহন করার একটা ক্ষমতা আছে। তাই এক কোটি মানুষকেই এখন টিসিবির পণ্য দেওয়া হবে। যার সুবিধা পাবে পাঁচ কোটি মানুষ। এর পরিমাণ আর বাড়ানো হবে না। জুন মাস থেকে শুরু হবে এই প্রক্রিয়া।”