সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টায় সোয়া চার লাখ ভোটারের এ আসনে ১৬০টি কেন্দ্রে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ শুরু হয়। একটানা ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
একইসঙ্গে নয় পৌরসভায় সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটির ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে ও ৫ পৌরসভায় ওয়ার্ডে উপ-নির্বাচন এবং চার ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন চলছে।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেরিনা জাহান, জাতীয় পার্টির মো. মোক্তার হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবীর মোটর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ উপ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন ।
তিনি গণমাধ্যমে বলেন, শাহজাদপুরের এ আসনে ভোটার রয়েছেন মোট ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন। ১৬০টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৯৮টি ভোটকক্ষে চলছে ভোটগ্রহণ।
আওয়ামী লীগের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হয় সিরাজগঞ্জ ৬ আসন। চলতি বছরের গত ২ সেপ্টেম্বর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন মারা যান।
যেসব পৌরসভার ভোট
মঙ্গলবার ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ চলছে নরসিংদী জেলার ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে। এরমধ্যে খাগড়াছড়ির রামগড় ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মেয়র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন গত ২৭ সেপ্টেম্বর ১০টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করলেও আইনি জটিলতায় একটি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়।