সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২১, ০৪:৩০ পিএম

সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

দেশে প্রাকৃতিক গ্যাসের আরও একটি নতুন ক্ষেত্র আবিষ্কার করেছে বাংলাদেশ পেট্রেলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা বাপেক্স। সিলেট শহরের জকিগঞ্জে সরকারি হাসপাতালের কাছে সন্ধান পাওয়া এটি বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র। এতে  প্রায় ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।

সোমবার (৯ আগস্ট) এনার্জি সিকিউরিটি: মডার্ন কনটেক্সট, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক ভার্চ্যুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানান।

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে ওই ভার্চ্যুয়াল সেমিনারের  আয়োজন করা হয়।

সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, ‘সিলেটের জকিগঞ্জে দেশের ২৮ তহম গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রেলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘জকিগঞ্জে প্রায় ৬৮ পিসিএফ (প্রতি বর্গ ইঞ্চি) গ্যাসের সন্ধান পেয়েছি। এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। এভাবে ১২ থেকে ১৩ বছর পর্যন্ত গ্যাস তোলা যাবে, যার মূল্য দাঁড়ায় ১ হাজার ২৭৬ কোটি টাকা।

বাপেক্স সূত্রে জানা যায়, দেশে এখন পর্যন্ত ২৮টি গ্যাসক্ষেত্র আবিষ্কার করা গেছে যাতে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ ট্রিলিয়ন ঘনফুট। আরও ৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। দেশে এ পর্যন্ত ১৮ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। এই হিসেবে প্রমাণিত মজুদ রয়েছে ৩ ট্রিলিয়ন ঘনফুট।

বাপেক্স সূত্রে আরও জানা যায়, দেশে প্রতিবছর ১১৩টি কূপ দিয়ে ১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।

Link copied!