সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড: পণ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক ও দেশীয় নীতিমালা লঙ্ঘন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২২, ১০:১২ এএম

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড: পণ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক ও দেশীয় নীতিমালা লঙ্ঘন

বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক ও দেশীয় যে নীতিমালা বা নিয়ম রয়েছে, তা মানা হতো না চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে। যে কারণে রাসায়নিকের কনটেইনারের পাশে রাখা হতো পোশাকসহ অন্য পণ্যের কনটেইনার। ফায়ার সার্ভিসের দেওয়া সব শর্তও ডিপো কর্তৃপক্ষ পূরণ করেনি। অন্যদিকে ডিপো কর্তৃপক্ষ যে নীতিমালা মানছে না, সেই তদারকিও সরকারি সংস্থাগুলো ঠিকমতো করেনি।

জাতীয় রাজস্ব বোর্ড ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি নীতিমালায় থাকা বিভিন্ন শর্ত মানার পর কনটেইনার ডিপো পরিচালনার লাইসেন্স দেওয়া হয়। ছাড়পত্রের শর্ত পূরণ করার অঙ্গীকার করলেও বাস্তবে ডিপো কর্তৃপক্ষ তা মানেনি। আগুন-বিস্ফোরণের পর সরকার গঠিত তিনটি তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধান, দুর্ঘটনার আগে লাইসেন্স প্রদানকারী সংস্থার পরিদর্শন প্রতিবেদনে  এ ধরণের অন্তত ১০ ধরনের ঘাটতি থাকার তথ্য বেরিয়ে এসেছে।

Link copied!