মার্চ ১৫, ২০২২, ১১:২৯ এএম
দীর্ঘ আট বছর পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ বাংলাদেশ সফরে আসছেন আজ মঙ্গলবার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বুধবার বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রথম দ্বিপক্ষীয় পলিটিক্যাল কনসালটেশন হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ। সফরে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হবে।
এছাড়া, কেরানিগঞ্জে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে একটি ভাষা ইনস্টিটিউট করার জন্য ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য-বিনিয়োগ এবং অভিবাসন ইস্যু জোরালোভাবে তোলা হবে। অন্যদিকে সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গা এবং নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী রিয়াদ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস এ বিষয়ে গণমাধ্যমে বলেন, “বেশ কয়েকটি বড় আকারের বিনিয়োগ প্রকল্প নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে। এছাড়া বাণিজ্য বৃদ্ধির বিষয়েও বাংলাদেশ আলোচনা করতে চায়।”
বাংলাদেশে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে গুরুত্বপূর্ন বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। তারা বলছেন, দীর্ঘ আট বছর পরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সফর আমাদের জন্য একটি সুযোগ।
তাদের মতে, বাংলাদেশের মূল আগ্রহ হচ্ছে বিনিয়োগ এবং অন্যান্য সম্পর্ককে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটি নিয়ে আলোচনা করা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ও এটা মনে করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস গণমাধ্যমে বলেন, “ সৌদি আরবের ভূ-রাজনৈতিক স্বার্থ এবং তাদের নিজস্ব সমাজ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আগে সৌদি আরবকে কর্মী পাঠানোর প্রিজম দিয়ে দেখা হতো। কিন্তু এখন কর্মী নেওয়া ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য বিষয়ে তাদের আগ্রহ আছে