স্বাস্থ্য অধিদপ্তরের কথাই সত্য হতে চলেছে?

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২১, ০৭:২৭ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের কথাই সত্য হতে চলেছে?

বুধবার (০৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছিলেন, চলতি মাসে করোনাভাইরাসের সংক্রমণ মাত্রা গত এপ্রিল, মে ও জুন মাসকেও ছাড়িয়ে যাবে।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, জানুয়ারি মাসের শুরু থেকে পুরো মাসজুড়ে দেশে ২১ হাজার ৬২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এপ্রিল মাসে সেই সংখ্যা লাখ ছাড়িয়ে ছিল। জুন মাসে ১ লাখ ১২ হাজার ৭১৮ জন এবং জুলাই মাসের এখন পর্যন্ত মাত্র ৬ দিনে ৫৩ হাজার ১৪৮ জন রোগীকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। ঊর্ধ্বমুখী প্রবণতা যদি অব্যাহত থাকে পরিসংখ্যান বিবেচনায় নিশ্চিতভাবে বলা যায় জুলাইয়ে রোগীর সংখ্যা জুন-এপ্রিল মাসকেও ছাড়িয়ে যাবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, ‘চলতি মাসের শুরুর এই কদিনে করোনা সংক্রমণের হার ছিল ২৫ শতাংশের কিছু বেশি। কিন্তু গতকাল শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশে দাঁড়িয়েছে। গত ২৯ জুন দেশে আট হাজার ৮২২ জনের করোনা শনাক্ত হয়, যেটি সপ্তাহের ব্যবধানে ১১ হাজার ছাড়িয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের কয়েক দিনের পরিংসখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, বুধবার গত ২৪ ঘন্টায় দেশে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। করোনায় একদিনে এত মানুষের মৃত্যু এর আগে কখনও দেখেনি বাংলাদেশ। চলতি মাসের শুরু থেকেই দৈনিক একশোর বেশি মানুষের মৃত্যু হচ্ছে। 

মঙ্গলবার (০৬ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনায় ১৬৩ জনের মৃত্যু হয়। সোমবার (০৫ জুলাই) গত ২৪ ঘন্টায় দেশে মারা যায় ১৬৪ জন। রবিবার (০৪ জুলাই) একদিনে ১৫৩ জনের মৃত্য হয়। শনিবার (০৩ জুলাই) ১৩৪ জন, শুক্রবার (২ জুলাই) ১৩২ জন, বৃহস্পতিবার ১৪৩ জন ও বুধবার (৩০ জুন) ১১৫ জনের মৃত্যু হয়। গত ৮ দিনে (৩০ জুন-৭ জুলাই) দেশে মোট ১ হাজার ২০৫ জনের মৃত্যু হলো।

করোনায় দৈনিক শনাক্তের দিক দিয়েও চলতি মাসের শুরু থেকেই বেশ দাপট দেখাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। মাসের তৃতীয় দিন শনিবার (০৩ জুলাই) বাদে বুধবার পর্যন্ত (০৭ জুলাই) করোনায় দৈনিক শনাক্তের সংখ্যা ৮ হাজারের ওপরে রয়েছে। শনিবার (০১ জুলাই) একদিনে শনাক্ত হয়েছিলেন ৬ হাজার ২১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের গত কয়েকদিনের পরিসংখ্যানে দেখা যায়, বুধবার (০৭ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। মঙ্গলবার (০৬ জুলাই) করোনায় শনাক্ত হয়েছিলেন ১১ হাজার ৫২৫ জন, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সোমবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। রবিবার (০৪ জুলাই) একদিনে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬৬১ জন।

শনিবার (০৩ জুলাই) হন ৬ হাজার ২১৪ জন। শুক্রবার (২ জুলাই) গত ২৪ ঘন্টায় এই সংখ্যা ছিল ৮ হাজার ৪৮৩। বৃহস্পতিবার (০১ জুলাই) গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৩০১ জন ও বুধবার (৩০ জুন) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হন  ৮ হাজার ৮২২ জন

করোনাভাইরাসের অতিমাত্রার সংক্রমণ কোনোভাবেই থামছে না। করোনায় আক্রান্ত হয়ে দেশের হাসপাতালগুলোতে মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। বরং প্রতিদিন একশো  থেকে দেড় শতাধিক মরদেহ যোগ দেওয়ায় এই মৃত্যুমিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। করোনার এই ভয়াবহ সংক্রমণ প্রতিরোধে দেশে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। তারপরও করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এরই মধ্যে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের সংক্রমণ গত জুন, মে ও এপ্রিল মাসকেও ছাড়িয়ে যাবে।  

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত জানুয়ারি মাসের শুরু থেকে পুরো মাসজুড়ে দেশে ২১ হাজার ৬২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এপ্রিল মাসে সেই সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। জুন মাসে ১ লাখ ১২ হাজার ৭১৮ জন এবং জুলাই মাসের এখন পর্যন্ত মাত্র ৬ দিনে ৫৩ হাজার ১৪৮ জন রোগীকে শনাক্ত হয়েছে। ঊর্ধ্বমুখী প্রবণতা যদি অব্যাহত থাকে পরিসংখ্যান বিবেচনায় জুলাইয়ে রোগীর সংখ্যা জুন-এপ্রিল মাসকেও ছাড়িয়ে যাবে। 

 

Link copied!