‘রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সর্বোচ্চ চেষ্টা আছে’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২১, ১২:৫২ পিএম

‘রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের  সর্বোচ্চ চেষ্টা আছে’

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গাকে ওই দেশে ফেরত পাঠানো নিয়ে সৃষ্ট সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা আছে ভারতের। আর এই সঙ্কট সমাধানে অন্যান্য দেশেরও বাংলাদেশকে অর্থনৈতিক ও অন্যভাবে সহযোগিতা করা উচিত। জাতিসংঘের অনানুষ্ঠানিক সাধারণ অধিবেশনে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পক্ষেে এমনই  জোরালো বক্তব্য দিয়েছেন ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি।

স্থানীয়  সময় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘের ওই অধিবেশন অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ ফেব্রুয়ারি) হিন্দুস্তান টাইমস বিষয়ে এক প্রতিবেদনে তুলে ধরে।

 

UNHCR praises Indian coast guard for helping Rohingya adrift in Andaman sea  | Hindustan Times
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সকলের সহযোগিতা করা উচিত— ভারত। ছবি: হিন্দুস্তান টাইমস

রোহিঙ্গা সংকট নিরসনের জন্য রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবেন- এমন প্রতিশ্রুতি দিয়ে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রিতিনিধি তিরুমূর্তি বলেন, এ বিষয়ে বাংলাদেশকে সকলের সহযোগিতা করা উচিত।

মিয়ানমার থেকে নির্যাতন করে রোহিঙ্গাদের বিতাড়িত করার বিষয়ে বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলো প্রায়ই কৌশলী বক্তব্য প্রদান করে। মিয়ানমারকে চীন সমর্থন করলেও ভারত নিরপেক্ষ থেকেছে। রোহিঙ্গা সংকটে সর্বোচ্চ চেষ্টা আছে ভারতের।

এছাড়াও তিনি অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশকে অর্থনৈতিক ও অন্যভাবে সহযোগিতা করা উচিত। মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। এদের হাতেই গণহত্যার শিকার হয়েছে নিরীহ রোহিঙ্গারা। একসময় তারা প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশে পালিয়ে আসেন।

Link copied!