খালেদা জিয়ার পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন: ফখরুলের দাবির সত্যতা কতটুকু?

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২২, ০৯:০৪ পিএম

খালেদা জিয়ার পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন: ফখরুলের দাবির সত্যতা কতটুকু?

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগরি গত ৫ জুন ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে দাবি করেন, পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যে দেশব্যাপী সমালোচনার ঝড় বয়ে যায়। বিএনপি মহাসচিবের  বক্তব্য মিথ্যা প্রমানে বিভিন্ন গণমাধ্যম তাদের অনুসন্ধান রিপোর্টিং কার্যক্রম পরিচালনা করে। এসব গণমাধ্যমের একটি হচ্ছে রিউমার স্ক্যানার বাংলাদেশ।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থাপন করেননি বরং ২০০১ সালের ৪ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ ফিলাস আর্কাইভের সংগ্রহে ওই ভিত্তিপ্রস্তরের ভিডিও রয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করেন

ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া রিউমার স্ক্যানার বাংলাদেশ’র নিউজ পোর্টাল রিউমানস্কানার ডটকম জানায়, পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের করা মন্তব্য নিয়ে মূলধারার অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ ডট কমের ফেসবুক পেস হতে প্রচারিত ২ মিনিট ১২ সেকেন্ড এর ভিডিওটির ৩৫ সেকেন্ড হতে ১ মিনিট পর্যন্ত মির্জা ফখরুলকে বলতে শোনা যায়-

“পদ্মা সেতু তো কারো পৈতৃক ব্যাপার নয়, এটা একটা রাষ্ট্রীয় প্রচেষ্টা উদ্যোগে করা। এবং আরো একটি কথা আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে দেই, পদ্মা সেতুর প্রথম উদ্ভোধন, ফাউন্ডেশন স্টোন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একদিকে না দুইদিকে মাওয়াতেও এবং ওইপারেও। সেগুলো কিন্তু কেউ উচ্চারণও করে না, বলেও না।”

এছাড়া, সেরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোরের একটি প্রতিবেদনেও মির্জা ফখরুলের বক্তব্য রয়েছে যেখোনে তিনি বলেছেন খালেদা জিয়া প্রথম পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উক্ত দাবিটির সত্যতা যাচাইয়ে বিস্তারিত অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০১ সালের ৪ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

২০০১ সালের ৪ জুলাই ও ৫ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে দৈনিক ইত্তেফাকের প্রিন্টেড ভার্সনে সংবাদ প্রকাশিত হয়েছিলো।

 ২০০১ সালের ৪ জুলাই তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপনার পর প্রার্থনা কালীন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স কর্তৃক স্টক ফটো ওয়েবসাইট এলামি’তে   তে প্রকাশ করা হয়েছিলো। ছবিটি দেখুন এখানে।

২০০১ সালের ৪ জুলাইয়ের পূর্বে কিংবা পরবর্তী সময়ে আর কখনো কোনো ব্যক্তি কর্তৃক পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিলো এমন কোনো সংবাদ দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায় নি।

এক নজরে পদ্মা সেতুর আদ্যোপান্ত

১৯৯৮-১৯৯৯ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে সর্বপ্রথম পদ্মা সেতু নির্মাণের প্রাক সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল। ২০০১ সালের ৪ জুলাই মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০৪ সালে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি সরকারের আমলে জাপানি দাতা সংস্থা জাইকার সেতুর সম্ভঅব্যতা যাচাই করে মাওয়া-জাজিরার শেষ প্রান্তে পদ্মা সেতু নির্মাণের সুপারিশ করে।

২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে পদ্মা বহুমুখী সেতুর মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হয় এবং সে বছরই প্রকল্পটি একনেকে পাস হয়।

২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতুর নকশা প্রণয়নে পরামর্শক প্রতিষ্টান চূড়ান্ত করে।

ক্ষমতা গ্রহণের ১৩ দিনের মাথায় ২০০৯ সালের ১৯ জানুয়ারি সেতুর নকশা প্রণয়নে পরামর্শক নিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ফেব্রুয়ারি মাসে পদ্মা সেতুর জন্য নকশা প্রণয়নে পরামর্শক নিয়োগ দেয় তৎকালীন আওয়ামীলীগ সরকার। ২০১০ সালে পরামর্শক সেতুর প্রাথমিক নকশা সম্পন্ন করে।

২০১০ সালের ১১ এপ্রিল মূল সেতুর দরপত্র আহবান করে সরকার। তবে বিশ্বব্যাংকের আপত্তিতে একই বছরের ১১ অক্টোবর পুনরায় দরপত্র আহ্বান করা হয়।

২০১১ সালের ১১ জানুয়ারি সংশোধিত প্রকল্প অনুমোদন করে তৎকালীন মন্ত্রিসভা। একই বছরের ২৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি মার্কিন ডলারের ঋণসহায়তার অনুমোদন দেয়। এবং ২৮ এপ্রিল বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের ঋণচুক্তি সই হয়।

একই প্রকল্পে ২০১১ সালের ১৮ ও ২৪ মে যথাক্রমে জাইকা ও আইডিবির সঙ্গে এবং ৬ জুন এডিবির সঙ্গে বাংলাদেশ সরকারের ঋণচুক্তি সই হয়।

সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে ২০১২ সালের ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের পাশাপাশি ঋণচুুক্তি বাতিল করে বাকি দাতা সংস্থাগুলোও।

বিশ্বব্যাংক সরে যাবার সপ্তাহ খানেকের মাঝেই ২০১২ সালের ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু  নির্মাণের ঘোষণা দেন।

পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামের একটি চীনা ফার্মের সঙ্গে ২০১৪ সালের ১৭ জুন বাংলাদেশের সরকারের একটি চুক্তি সই হয়।২০১৫ সালের ১২ ডিসেম্বর মূল সেতু নির্মাণের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে বসানো হয় প্রথম স্প্যান। এবং ২০২০ সালের ১০ ডিসেম্বর মাওয়া প্রান্তে অবস্থিত ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হয় পদ্মাসেতুর ৪১ তম এবং শেষ স্প্যান।  

 গত ১৭ মে পদ্মা পদ্মা সেতু পারাপারের জন্য টোলের হার নির্থারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ২৪ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে ঘোষণা দেন।

মূলত, ১৯৯৮-১৯৯৯ সালের তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সর্বপ্রথম পদ্মা সেতুর প্রাক সম্ভাব্যতা যাচাই করা হয় এবং ২০০১ সালের ০৪ জুলাই পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতা আসার পর ২০০৪ সালে জাপানি দাতা সংস্থা জাইকার মাধ্যমে সেতুর সম্ভাব্যতা যাচাই করা হয়। কিন্তু জাইকার মাধ্যমে সম্ভাব্যতা যাচাই ব্যতীত ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন কিংবা ১৯৯৮ সালের পূর্বে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন পদ্মা সেতুর কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এমন কোনো তথ্য দেশীয় কিংবা আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমে নেই।

তবে পদ্মা সেতু আসন্ন উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে গত ৫ জুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে গত ০৬ জুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন,“কখন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? নব আবিষ্কৃত সেই ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চাই।”

সুতরাং, ‘পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’ শীর্ষক দাবিতে মির্জা ফখরুলের মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

Link copied!