জুন ১৩, ২০২১, ১১:২৭ এএম
চীনের বৈশ্বিক বাণিজ্য বিস্তার ঠেকাতে এবং উন্নত টেকসই অবকাঠামো নির্মাণে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে সহায়তা করার জন্য এগিয়ে এসেছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। এলক্ষে জি-৭ নেতারা ‘বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড’ (বি৩ডব্লিউ) ইনিশিয়েটিভ নামের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন।
বিশ্বের বিভিন্ন দেশে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) প্রভাব ঠেকাতে যুক্তরাজ্যের কর্নওয়ালে চলমান জি-৭ সম্মেলনে এই ধরণের একটি বানিজ্যিক পরিকল্পনায় ঐক্যমতে পৌঁছান জি-৭ নেতারা।
শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর সদস্য দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য।
জি-৭ নেতাদের সিদ্ধান্তে বলা হয়, তাদের গঠিত ‘বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড’ (বি৩ডব্লিউ) ইনিশিয়েটিভ নামে নতুন বাণিজ্যিক পরিকল্পনার মাধ্যমে বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর টেকসই উন্নয়ন নিয়ে কাজ করবে।
হোয়াইট হাউসের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, বিশ্বব্যাপী চীনের একক বাণিজ্যিক আধিপত্য ঠেকাতে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড’ (বি৩ডব্লিউ) ইনিশিয়েটিভ নামের এই পরিকল্পনায় উন্নয়নশীল দেশগুলোকে ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে। ২০৩৫ সালের মধ্যে নিম্ন ও স্বল্পোন্নত দেশগুলোকে উন্নত ও টেকসই অবকাঠামো নির্মাণে এই অর্থ সহায়তা দেওয়া হবে।
এর আগে, চীনের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব মোকাবিলায় এই ধরনের একটি বানিজ্যিক প্লাটফর্ম গঠনে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-৭ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র দ্বারা চালিত ‘বিল্ড বেটার ওয়ার্ল্ড ইনিশিয়েটিভ‘ পরিকল্পনাটি চীনা প্রকল্পটির বিকল্প হতে পারে।’
‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ নামে অর্থনৈতিক উদ্যোগের মাধ্যমে নিম্ন, স্বল্প ও উন্নয়নশীল বিভিন্ন দেশকে ট্রেন, সড়ক ও বন্দর নির্মাণে আর্থিক সহায়তা দিচ্ছে চীন। তবে সমালোচকদের অভিযোগ, সহায়তার নামে চীন এসব দেশকে অতিরীক্ত ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছেন।