নতুন বছরে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকলো। চলতি মাসের প্রথম ১৯ দিনে এলো ১৩৬ কোটি ৪১ লাখ ৪০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৯৩৭ কোটি টাকা।
রবিবার (২১ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৬ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২২ কোটি ৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪১ লাখ ৬০ হাজার ডলার এসেছে।
তথ্য পর্যালোচনায় উঠে আসে, চলতি অর্থবছরের গত ছয় মাসের মধ্যে সবচেয়ে কম সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ৪৪ লাখ ডলার। চলতি মাসের ১৯ দিনে এর চেয়ে প্রায় তিন কোটি ডলার বেশি এসেছে।
তা ছাড়া গত ডিসেম্বরে গড়ে প্রতিদিন ছয় কোটি ৬৩ লাখ ডলার এসেছিল। চলতি মাসে এর চেয়ে অনেক বেশি রেমিট্যান্স এসেছে।
গত সেপ্টেম্বরের পর থেকে রেমিট্যান্স আসা বাড়তে শুরু করেছে। বাড়তি জনশক্তি রপ্তানির সুফল হিসেবে ধারাবাহিকভাবে রেমিট্যান্স বৃদ্ধি অব্যাহত থাকবে।
একক ব্যাংক হিসেবে সর্বাধিক প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে ৪৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার ডলার এসেছে। দ্বিতীয় সর্বাধিক প্রবাসী আয় এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে। এর মাধ্যমে এসেছে ৮ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলার।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে জনতা ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে চার কোটি ৭৪ লাখ ৯০ হাজার ডলার।