ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ই-টিকিট বিড়ম্বনায় ভুগছে দর্শনার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৫, ০১:৩৩ পিএম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ই-টিকিট বিড়ম্বনায় ভুগছে দর্শনার্থীরা

২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা - ২০২৫। ছবি : দ্য রিপোর্ট

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিড়ম্বনার নতুন মাত্রা যোগ করেছে ই-টিকিট ব্যবস্থা। প্রথমবারের মতো চালু হওয়া এই ডিজিটাল পদ্ধতিতে টিকিট সংগ্রহ ও প্রবেশে দর্শনার্থীদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। সার্ভার সমস্যার কারণে কিউআর কোড স্ক্যান না হওয়া, মোবাইল নেটওয়ার্কের সমস্যা এবং দর্শনার্থীদের ডিজিটাল পদ্ধতিতে অভ্যস্ত না থাকা এসব ভোগান্তির মূল কারণ হিসেবে উঠে এসেছে।

 

ছবি : দ্য রিপোর্ট

                                                               

তবে ভোগান্তির মাঝেও দর্শনার্থীদের ভিড় প্রতিদিন বাড়ছে। স্টল মালিকরা জানিয়েছেন, ছুটির দিনে বিক্রি অনেক বেড়েছে। মেলার গেট ও স্টলগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এদিকে, কনসার্টের আয়োজন এবারের মেলায় নতুন মাত্রা যোগ করেছে।

 

মেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা কলেজ ছাত্রী রুদমিলা জানালেন , ছুটির দিনে তিনি বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে এসেছেন। কিন্তু দীর্ঘ লাইন এর কারণে মেলায় প্রবেশ করতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। সাথে ই টিকিট ব্যবস্থা থাকায় তিনি অনেক খুশি কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে ই টিকিট কাটতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে।         

                     

মেলায় এবার বিভিন্ন ঐতিহাসিক স্মৃতি যেমন শহীদ মুগ্ধ কর্নার ও জুলাই চত্বর দর্শনার্থীদের মন ছুঁয়ে গেছে। পাশাপাশি, মিনি শিশুপার্ক ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনও প্রশংসিত হয়েছে।

ছবি : দ্য রিপোর্ট
ছবি : দ্য রিপোর্ট

১ জানুয়ারি থেকে শুরু হওয়া ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে মাসব্যাপী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত, আর ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই মেলা।

 

 

 

 

 

 

Link copied!