যুক্তরাষ্ট্রে লুটপাট থামাতে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৫, ০২:৩৬ এএম

যুক্তরাষ্ট্রে লুটপাট থামাতে কারফিউ জারি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানলে পুড়ছে। এর মধ্যেই শুরু হয়েছে ব্যাপক লুটপাট। এ পরিস্থিতি মোকাবিলায় কারফিউ জারি করা হয়েছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, লুটপাট বন্ধে কঠোর ব্যবস্থা নিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে। দাবানলপ্রবণ এলাকাগুলোতে উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মী ছাড়া সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কেউ কারফিউ ভঙ্গ করলে তাকে ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা বা ৬ মাসের কারাদণ্ড দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যারা বিপদগ্রস্ত জনগণের দুর্বলতার সুযোগ নিতে চাইছেন, তাদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা: লুটপাট সহ্য করা হবে না।” গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ন্যাশনাল গার্ডের কয়েক শ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্য নিযুক্ত করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার ক্যাথরিন বার্গার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দাবানলের সময় লুটপাটের অভিযোগে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুটপাটকারীদের “সুযোগসন্ধানী” আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা এসব আর ঘটতে দেব না। চুপ করে বসেও থাকব না। এই ভয়াবহ পরিস্থিতিকে আরও জটিল হতে দিতে পারি না।”

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে দাবানল ছড়িয়ে পড়ায় ছয়টি শহর এখনো আগুনে পুড়ছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১০ জনে। ধ্বংস হয়েছে প্রায় ৫ হাজার ৩০০টি স্থাপনা। পুড়ে গেছে ৩১ হাজার একরের বেশি এলাকা।

এ পর্যন্ত প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছে। নতুন করে উডল্যান্ড হিলসে আগুন ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের দ্রুত স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে, আর ২৬২ দিন ধরে বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়াকে দাবানল ছড়ানোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

Link copied!