দশ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেলেন বাবর

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৫, ০৪:১৪ পিএম

দশ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেলেন বাবর

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র আইনের মামলা থেকেও খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার, ১৪ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

একই আদেশে এই মামলায় ১৪ জন আসামির ৫ জন খালাস, বিভিন্ন মেয়াদে ৫ জনকে সাজা দেয়া হয়। এছাড়া এই মামলার অন্য আসামিদের মধ্যে ৪ জন মারা গেছেন।

মঙ্গলবার এই মামলার শুনানিতে উলফা নেতা পরেশ বড়ুয়াসহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে হাইকোর্ট।

এর আগে গত ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলায় ফাঁসির সাজা থেকে খালাস পান বাবর।

বিচারিক আদালতের রায়ের পর ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয় এবং তা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়।

একই সময়ে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দণ্ডপ্রাপ্ত আসামিরা।

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের দায়ে লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়।

১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করার ওই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করেছিল।

খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ২০০১-২০০৬ সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি।

বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের এ চালান আটক করা হয় ২০০৪ সালের পহেলা এপ্রিল রাতে।

Link copied!