গাজীপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৫, ০৩:১৮ এএম

গাজীপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা কারাগারে আওয়ামী লীগের শ্রমিক সংগঠন, শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম মারা গেছেন।

শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের।

শেখ জহিরুল ইসলাম উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে এবং শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি গত ৯ আগস্ট শ্রীপুর থানায় একটি মামলায় অভিযুক্ত হন এবং ৫ ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে ছিলেন।

গাজীপুর কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের জানান, জহিরুল ইসলাম ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে কারাগারে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ বলেন, “শেখ জহিরকে বিকেলে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”

Link copied!