জানুয়ারি ৮, ২০২৫, ০৩:৪৩ পিএম
কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার যে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ‘কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন জাস্টিন ট্রুডো। তিনি লিখেছেন, জাহান্নামের ‘স্নোবল’ হওয়ার সুযোগ নেই। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না। আমাদের দুই দেশের শ্রমিকরা ও সম্প্রদায়গুলো একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং নিরাপত্তা অংশীদার হওয়া থেকে উপকৃত হয়।’
কানাডার পররাষ্ট্রমন্ত্রীও মেলানী জোলিও ট্রুডোর সুরে কথা বলেছেন। গতকাল তিনি বলেন, ‘কানাডার শক্তির প্রকৃতি সম্পর্কে তার (ট্রাম্প) কোনো ধারণা নেই। আমাদের অর্থনীতি শক্তিশালী। আমাদের জনগণ শক্তিশালী। আমরা হুমকির মুখে কখনো পিছু হটব না।’
গত সোমবার ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম অঙ্গরাজ্য হতে চায়। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন। তাই তিনি পদত্যাগ করেছেন।’
ট্রাম্প আরও বলেন, ‘কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে এবং তারা রাশিয়ান ও চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। এক সঙ্গে, এটা একটি মহান জাতি হবে।’
এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ট্রাম্প বলেছিলেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এর পর ডিসেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করলে তখনও ট্রাম্প ট্রুডোকে বলেছিলেন, কানাডা যেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যায়।