২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৫, ০৭:৩৫ পিএম

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

ছবি: সংগৃহীত

পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আজকের প্রতিবেদন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য। এখানে ঢাবি ভর্তি যোগ্যতা পরীক্ষার সময়সূচি এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্যগুলো তুলে ধরা হবে। অর্থাৎ উক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই আপনার পেয়ে যাবেন এখান থেকে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত ঢাকার প্রাণ কেন্দ্রে। এটি বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে রয়েছে তার মধ্যে শিষ্য স্থান দখল করে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তৎকালীন ব্রিটিশ ভারতের শাসনকালীন সময়ে অর্থাৎ ১৯২১ সালে। তবে সূচনালগ্নে কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হওয়ার কারণে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয় রয়েছে ১৩ টি অনুষদ, ৮৩ টি বিভাগ, ১৩ টি ইনস্টিটিউট, ৫৬ টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, ২০টি আবাসিক হল ৪টি ছাত্রাবাস। তাছাড়া এই বিশ্ববিদ্যালয় অধ্যায়ন করেছেন অসংখ্য কৃতি শিক্ষার্থী। ৭ টি স্নাতক পর্যায়ের অধিভুক্ত সরকারি কলেজ সহ মোট ১০৫ টি কলেজ রয়েছে। আরেকটি বিষয় না বললেই নয় বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫

ঢাকা সহ ৮ টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। তবে চারুকলা ইউনিট ব্যতীত অন্য তিনটি ইউনিটে আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। গত সোমবার (৪ই নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ সকল বিভাগীয় কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীকে অবশ্যই এই আটটি জেলার যে কোন একটি থেকে আবেদন করতে হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য থেকে আরো জানা যাবে কোন ইউনিটে এবং কত তারিখে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং এর সময়সীমা কত। তাছাড়া আরো জানাবো এ সকল ভর্তি পরীক্ষার আবেদন ফি কত করে জমা দিতে হচ্ছে এবং জমা দেয়ার মাধ্যম কোনগুলো। সম্পূর্ণ তথ্য জানতে ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।

ভর্তি পরীক্ষার ইউনিট ও সময়সূচী

ঢাবি ভর্তি পরীক্ষায় আইবিএ ইউনিট ব্যতীত সকল পরীক্ষার সময়সূচি একই রাখা হয়েছে।

১. কলা, আইন ও সামাজিক ইউনিট : ২৫ জানুয়ারি - সকাল ১১.০০-১২.৩০ মিনিট

২. বিজ্ঞান ইউনিট : ১ ফেব্রুয়ারি - সকাল ১১.০০-১২.৩০ মিনিট

৩. ব্যবসায় শিক্ষা ইউনিট : ৮ ফেব্রুয়ারি - সকাল ১১.০০-১২.৩০ মিনিট

৪. চারুকলা ইউনিট : ৪ জানুয়ারি - সকাল ১১.০০-১২.৩০ মিনিট

৫. আইবিএ ইউনিট : ৩ জানুয়ারি - সকাল ১০.০০-১২.০০ মিনিট 

ভর্তি পরীক্ষার নম্বর ও সময় বন্টন

* কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য ৬০ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে। যার মধ্যে লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরে, আর এর জন্য সময় পাবে ৪৫ মিনিট।

* একইভাবে বিজ্ঞান ইউনিটে এমসিকিউ পরীক্ষা হবে ৬০ নম্বরে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে ৪৫ মিনিট। যার মধ্যে লিখিত পরীক্ষা ৪০ নম্বর এবং সময় ৪৫ মিনিট।

* ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষায় নির্ধারিত সময় ৪৫ মিনিট থাকবে। এর মধ্যে লিখিত পরীক্ষা ৪০ নম্বর এবং সময় ৪৫ মিনিট।

* চারুকলা ইউনিটে সাধারণ জ্ঞান এমসিকিউ হবে ৪০ নম্বরে সময় থাকবে ৩০ মিনিট। ৬০ নম্বরের অংকন পরীক্ষাটি হবে ৩০ মিনিটে।

* আইবিএ ইউনিটের এমসিকিউ পরীক্ষার ৭০ নম্বরের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৯০ মিনিট। এতে লিখিত পরীক্ষা থাকছে ৩০ মিনিটের এবং সময়সূচি ৩০ মিনিট। 

ঢাবি ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে। শিক্ষার্থীরা পাঁচটি ইউনিটে চাইলে আবেদন করতে পারবেন। তবে বিভিন্ন ইউনিটের জন্য ভর্তি পরীক্ষায় ভিন্ন ভিন্ন যোগ্যতা থাকতে হবে।

 কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য থেকে জানা যায় এ বিষয়ে প্রার্থীদের আবেদনের জন্য ন্যূনতম একটি জিপিএ থাকতে হয়। যেমন মানবিক শাখায় এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ শাখায় আলিম ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী রয়েছে যাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম ৭.৫ জিপিএ রয়েছে সে সকল প্রার্থীগণ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া মাদ্রাসার এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও বাণিজ্যিক শাখার শিক্ষার্থীরা এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। 

বিজ্ঞান ইউনিট

বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ যোগফল ন্যূনতম আর থাকতে হবে। তবে এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও। সে ক্ষেত্রে তাদের ন্যূনতম জিপিএ থাকতে হবে ৭.৫।

ব্যবসায় শিক্ষা ইউনিট

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সম্মানের পরীক্ষায় প্রার্থীদের ব্যবসায় শিক্ষা শাখায় প্রাপ্ত জিপিএ যোগফল ন্যূনতম ৭. ৫ থাকতে হবে। তবে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। একইভাবে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে বিজ্ঞান শেখার জন্য নূন্যতম ৮.৫ এবং মানবিক শাখার জন্য নূন্যতম ৭.৫ থাকতে হবে।

চারুকলা ইউনিট

এই ইউনিটে ভর্তির জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সম্মানের পরীক্ষার যে কোন শাখায় ন্যূনতম ৬.৫ থাকতে হবে। অর্থাৎ মাধ্যমিক পা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে। 

ভর্তি পরীক্ষার আবেদন ফি

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানা যায়, সেটি হচ্ছে প্রার্থীর আবেদন ফি জমাদান। প্রতি ইউনিটের জন্য আবেদন ফি ১০৫০ টাকা জমা দিতে হবে। তবে আইবিএ ইউনিটের জন্য আবেদন ফি ১৫০০ টাকা জমা দিতে হবে।

তাছাড়া শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন চারটি রাষ্ট্রায়াত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) সাহায্যে। এদের যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহারের মাধ্যমে প্রার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন।

ঢাবির আসন সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষার আসন সংখ্যা নিম্নরূপ

* ক’ ইউনিটে আসন সংখ্যা রয়েছে ১৭৬৫ টি।

* খ’ ইউনিটে আসন সংখ্যা রয়েছে ২২০০ টি।

* গ’ ইউনিটে আসন সংখ্যা রয়েছে ১২৫০ টি।

* ঘ’ ইউনিটে আসন সংখ্যা রয়েছে ১৭২৫ টি।

* চ’ ইউনিটে আসন সংখ্যা রয়েছে ১৩৫ টি।

ভর্তি পরীক্ষায় আবেদনের প্রয়োজনীয় তথ্য

১। ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নাম্বার এবং পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর প্রয়োজন পড়বে।

২। ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য থেকে জেনেছি এবারের ৮টি বিভাগীয় শহরের নাম। শিক্ষার্থীকে অবশ্যই এই ৮টি বিভাগীয় শহরের মধ্যে যেকোনো একটিকে তার ভর্তি কেন্দ্র হিসেবে বাছাই করে নিতে হবে।

৩। শিক্ষার্থীকে তার সাথে একটি স্ক্যান করা রঙিন ছবি নিয়ে যেতে হবে।

৪। শিক্ষার্থীর কাছে রবি, এয়ারটেল, টেলিটক অথবা বাংলালিংক অপারেটর এর একটি মোবাইল নম্বর থাকতে হবে SMS করার জন্য।

৫। ভর্তির জন্য আবেদন ফ্রি নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হবে।

আজকের আর্টিকেল থেকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫ সম্পর্কে জেনেছেন। এই ধরনের আরও তথ্য জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত সকল তথ্য তুলে ধরা হবে।

Link copied!