পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার দর বেড়েছে তিন মাসের মধ্যে দ্বিগুণের বেশি। কোন কারণ ছাড়াই কোম্পানিগুলোর শেয়ার দর বেড়ে চলেছে। এর আগেও ভালো ইপিএস দেখিয়ে পুঁজিবাজার থেকে ফায়দা লুটার অভিযোগও রয়েছে কোম্পানিগুলোর বিরুদ্ধে।কোম্পানির চারটির মধ্যে রয়েছে-আনোয়ার গ্যালভানাইজিং, ফরচুন সুজ, বিকন ফার্মাসিটিক্যালস এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড: তিন মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০০ টাকা বা ১৭৭ শতাংশ। তিন মাস আগে কোম্পানিটির শেয়ার দর ছিলো ১১২ টাকা ৭০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১২ টাকা ৭০ পয়সায়। পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এটি কোম্পানিটির সর্বোচ্চ দর। দেড় বছর আগেও কোম্পানিটির শেয়ার দর ৫৮ টাকার নিচে লেনদেন হয়েছে।
২০২০-২১ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় দেখিয়েছে ২ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৪৩ পয়সা কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩১২ টাকা ৭০ পয়সায়। সেই হিসাবে এর বর্তমান পিই রেশিও ১১০.১১। কোম্পানিটির সর্বশেষ সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৫২ পয়সায়। ২০২০ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
ফরচুন সুজ লিমিটেড: গত তিন মাসে ফরচুন সুজের শেয়ার দর বেড়েছে ৩৯ টাকা ১০ পয়সা বা ১৯৩ শতাংশ। তিন মাস আগে কোম্পানিটির শেয়ার দর ছিলো ২০ টাকা ১০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯ টাকা ৩০ পয়সায়। দেড় বছর আগে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ টাকার নিচে।
২০২০-২১ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় দেখিয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৬১ পয়সা।কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৯ টাকা ৩০ পয়সায়। সেই হিসাবে এর বর্তমান পিই রেশিও ৪২.৩৬। কোম্পানিটির সর্বশেষ সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৭০ পয়সায়। ২০২০ সালে কোম্পানিটি ৫শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড: গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০৫ টাকা ২০ পয়সা বা ৮৪ শতাংশ। এক মাস আগে কোম্পানিটির শেয়ার দর ছিলো ১২৫ টাকা ২০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩০ টাকা ৯০ পয়সা। তালিকাভুক্তির পর কোম্পানিটির শেয়ার দর বর্তমানে সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে। দুই বছর আগেও কোম্পানিটির শেয়ার দর ২০ টাকার নিচে লেনদেন হয়েছে। ২০২০-২১ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় দেখিয়েছে ৩ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫৫ পয়সা।
কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৩০ টাকা ৯০ পয়সায়। সেই হিসাবে এর বর্তমান পিই রেশিও ৫২.৯৬। কোম্পানিটির সর্বশেষ সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৭১ পয়সায়। ২০২০ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
জেনেক্স ইনফোসিস লিমিটেড: গত তিন মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৫ টাকা ৮০ পয়সা বা ৮৪ শতাংশ। তিন মাস আগে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৫৪ টাকা ৭০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০০ টাকা ৫০ পয়সায়। পুঁজিবাজারে তালিকভুক্তির কোম্পানিটির শেয়ার দর বর্তমানে সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে। চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কোম্পানির ফ্লোর প্রাইস ৫৪ টাকা ৭০ পয়সায় দিনের পর দিন ক্রেতাশুন্য থেকেছে। অথচ এখন কোম্পানিটির শেয়ারে দেখা দিয়েছে বড় ঝলক। ২০২০-২১ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় দেখিয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১১ পয়সা। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১০০ টাকা ৫০ পয়সায়। সেই হিসাবে এর বর্তমান পিই রেশিও ২৪.৬৩। কোম্পানিটির সর্বশেষ সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ১৭ পয়সায়। ২০২০ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।