গত ৪০ বছরের ইতিহাসে সবোর্চ্চ মূল্যস্ফিতি যুক্তরাষ্ট্রে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১০, ২০২২, ১০:৪১ পিএম

গত ৪০ বছরের ইতিহাসে সবোর্চ্চ মূল্যস্ফিতি যুক্তরাষ্ট্রে

 

যুক্তরাষ্ট্রে গত ৪০ বছরের ইতিহাসে সবথেকে বেশি মূল্যস্ফিতি দেখা দিয়েছে। এপ্রিলে কিছুটা সহনীয় থাকলেও মে মাসে বার্ষিক মুল্যস্ফিতির হার বেড়ে দাড়িয়েছে ৮ দশমিক ৬ শতাংশে। দেশটির শ্রম অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বসবাসের খরচ মাত্রাতিরিক্ত বাড়ায়, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নীতিনির্ধারকরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বৈশ্বিক নানা সংকটের সাথে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জনসাধারণের জীবনযাত্রার মানকে ক্রমেই খারাপের দিকে নিয়ে গেছে। সরবরাহ চ্যানেলে বিঘ্ন ঘটায় তেল, আটা থেকে শুরু করে নিত্যপণ্যের দাম দফায় দফায় বেড়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২১ সালের মে মাসে যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম যা ছিলো, চলতি বছরের মে মাসে সেই দাম আগের দাম থেকে কমপক্ষে ১০ শতাংশ বেড়েছে। এর মধ্যে জ্বালানীর দাম বেড়েছে ৩৪ শতাংশেরও বেশি। গত ১ মাসে সামগ্রিকভাবে পণ্যের দাম বেড়েছে ১ শতাংশ। পেট্রোলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে নতুন করে বাজারে ধাক্কা লাগে। এই সময়ে প্রতি ব্যারেল পেট্রোলের দাম বেড়েছে অন্তত ৫ মার্কিন ডলার। সে তুলনায় নাগরিকদের বেতন না বাড়ায় মূল্যস্ফিতির হার বাড়ছে এবং আয়-ব্যয়ের মধ্যে ঘাড়তি দেখা দিয়েছে।  

শুক্রবারের ( ১০ জুন) একটি প্রতিবেদন বলছে, বিমানের টিকিট, গায়ের জামা-কাপড়, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে অর্থনীতির সাথে জড়িত কমবেশি সবকিছুরই দাম বেড়েছে। এসব কারণে মুল্যস্ফিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ব্যাংকরেটডটকম নামক একটি সংস্থার প্রধান অর্থবিশ্লেষক গ্রেগ ম্যাকব্রাইড এ তথ্য দিয়েছেন। মুল্যস্ফিতি বৃদ্ধির এই নতুন তথ্যে মার্কিন শেয়াবাজারের প্রধান তিনটি সূচকই ২ শতাংশের বেশি মূল্য হারিয়েছে। যদিও গত ১ সপ্তাহ ধরেই মার্কিন স্টক এক্সচেঞ্জের সূচকের পতন অব্যাহত ছিলো।     

 

Link copied!