আগামী ছয় মাসে সিঙ্গাপুর থেকে ১৬ লাখ মে.টন জ্বালানী তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ১২ হাজার ২৭৬ কোটি ৬৯ লাখ টাকা।
এ সংক্রান্ত একটি বিল বুধবার (১২ জুলাই) মন্ত্রীসভা কমিটিতে পাস হয়েছে।
অর্থমন্ত্রী আ. হ. ম. মোস্তফা কামাল এ সভায় সভাপতিত্ব করেন।
সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভাশেষে সাংবাদিকদের জানানো হয় ইউনিপেক সিঙ্গাপুর ও ভিটল এশিয়া সিঙ্গাপুর পৃথকভাবে ৩ লটে সর্বমোট ১৫ লক্ষ ৮৫ হাজার মে.টন জ্বালানি তেল সরবরাহ করবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক ২০২৩ সালের জুলাই টু ডিসেম্বর সময়ে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় এ ক্রয় সম্পন্ন করা হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রতি বছর ৬০ লাখ মে.টন জ্বালানী তেল আমদানী করে থাকে। এর বেশীরভাগ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ক্রমবর্ধমান শিল্পখাতে বিদ্যুতের চাহিদার সাথে সাথে জ্বালানী তেলেরও চাহিদা বাড়ছে।