অর্থনৈতিক দুরবস্থার শ্রীলংকার পাশে আইএমএফ ও বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৫, ২০২২, ০৪:০৬ পিএম

অর্থনৈতিক দুরবস্থার শ্রীলংকার পাশে আইএমএফ ও বিশ্বব্যাংক

অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে শ্রীলংকার পাশে থাকার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড-আইএমএফ। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জরজিয়েভ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে এ প্রতিশ্রুতির কথা জানান।

সংকটকালীন শ্রীলংকার পাশে থাকার যে প্রতিশ্রুতি অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো দিয়েছে , সেই সব সংগঠনের সঙ্গে এক হয়ে কাজ করার কথা জানান জরজিয়েভ।

শ্রীলংকায় আইএমএফ এর মিশন প্রধান মাসাহিরো নোজাকি একটি বিবৃতিতে জানিয়েছেন, ওয়াশিংটনে আইএমএফ এবং শ্রীলংকার অর্থমন্ত্রী আল সাবরি ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নানদালাল উরেশিংয়ের নেতৃত্বে প্রতিনিধি দলের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে শ্রীলংকার প্রতিনিধি দলের পক্ষ থেকে আইএমএফ এর কাছে সাহায্য চাওয়া হয়। এছাড়া বৈঠকে শ্রীলংকার সাম্প্রতিক অর্থনীতি মন্দাবস্থা, অর্থনৈতিক উন্নয়নে করণীয়, ক্ষুদ্র অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্বাসযোগ্য ও সহযোগিতাপূর্ণ কৌশল প্রণয়ন এবং অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে শক্তিশালী সামাজিক সুরক্ষা নীতি প্রণয়ন এবং দরিদ্রদের ওপর চলমান অর্থনৈতিক দুরবস্থার প্রভাব নিয়ে নিয়ে আলোচনা হয়।

আইএমএফ এর সহায়তার পাশে বিশ্বব্যাংকের কাছ থেকেও সাহায্য পেতে যাচ্ছে শ্রীলংকা। দেশটির অর্থমন্ত্রী আল সাবরি জানিয়েছেন, শ্রীলংকাকে ৩০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। আগামী চার মাসের মধ্যে বিশ্বব্যাংক থেকে এ অর্থ সহায়তা দেওয়া হবে। ঔষধ এবং অন্যান্য জরুরী সামগ্রী কিনে এ অর্থ ব্যয় করতে হবে। বিপর‌্যস্ত শ্রীলংকার পাশে থাকতে ৫শ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। আরও ১ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে শ্রীলংকার আলোচনা অব্যাহত রয়েছে। শ্রীলংকার পাশে থাকার ঘোষণা দিয়েছে অন্যান্য এশিয়ার দেশও। চীন ৩১ মিলিয়ন মার্কিন ডলারের জরুরী সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যার মধ্যে ৫ হাজার টন চাল, ঔষুধ ও কাঁচামাল থাকবে। এছাড়া শ্রীলংকার পক্ষ থেকে যে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক সহায়তা চাওয়া হয়েছে, সে বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানিয়েছে চীন।

শ্রীলংকার মোট ২৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশী ঋণের মধ্যে ৭ বিলিয়ন বকেয়া হওয়ায় দেউলিয়া হওয়ার পথে শ্রীলংকা। পরিস্থিতি শামাল দিতে ব্যর্থতার জন্য দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে ও তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।  

Link copied!