দেশে খেলাপি ঋণ ১ লাখ কোটি টাকা ছাড়াল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২১, ০১:৪১ এএম

দেশে খেলাপি ঋণ ১ লাখ কোটি টাকা ছাড়াল

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে ঋণের কিস্তি পরিশোধ না করলেও ব্যাংকের ঋণমান পরিবর্তন করা যাবে না— এমন নিষেধাজ্ঞার পরেও খেলাপি ঋণ বেড়েছে। গত ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ১২ হাজার ৪৩৪ কোটি টাকা। সর্বশেষ গত ৩০শে সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১২ লাখ ৪৫ হাজার ৩৯১ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে শ্রেণির খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১ হাজার ১৫০ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৮ দশমিক ১২ শতাংশ।

৯ মাসে বেড়েছে ১২ হাজার কোটি টাকা

২০২০ সালের ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা। সর্বশেষ ৯ মাসে অর্থ্যাৎ চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার ৪১৬ কোটি টাকা। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। উল্লেখ্য প্রতি তিন মাস পর পর এই তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।

ঋণ বিতরণ ও খেলাপির পরিমান

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১১ লাখ ৫৮ হাজার ৭৭৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা। ওই অঙ্ক ছিল মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৬৬ শতাংশ। কিন্তু গত ৩১ মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ২৬৫ কোটি টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে দেশে খেলাপি ঋণ বাড়ে ৫ হাজার ৫৩১ কোটি টাকা। গত জুন মাস শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়ে হয় ৯৮ হাজার ১৬৪ কোটি টাকা। ফলে বছরের দ্বিতীয় প্রান্তিকে খেলাপি ঋণ বাড়ে ৩ হাজার ৮৯৯ কোটি টাকা। সর্বশেষ সেপ্টেম্বর মাস শেষে দেশে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ১ হাজার ১৫০ কোটি টাকা। ফলে সর্বশেষ তিন মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৯৮৬ কোটি টাকা।

করোনায় সুবিধা পায় খেলাপিরা

সূত্র আরও জানায়, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হয়। এতে করে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও অর্থনৈতিক সংকট দেখা দেয়। এই সংকট মোকাবেলায় ঋণ খেলাপিদের বেশ কিছু সুবিধা দেয় সরকার। এসব সুবিধার মধ্যে ছিল ২০২০ সালের বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তি না দিলেও খেলাপি হিসেবে চিহ্নিত করা যাবে না। এ ব্যাপারে ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের কোনো কিস্তি পরিশোধ না করলেও ঋণ গ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হবেন না। এ সময়ের মধ্যে ঋণ বা বিনিয়োগের ওপর কোনোরকম দণ্ড, সুদ বা অতিরিক্ত ফি (যে নামেই অভিহিত করা হোক না কেন) আরোপ করা যাবে না। এসব কারণে গত বছরের ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণ বাড়েনি। কিন্তু চলতি বছরেও বেশ কিছু সুবিধা অব্যাহত রয়েছে। তারাপরেও খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গেছে।

 

Link copied!