পাইকারি দাম কমছে ব্রয়লার মুরগির

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২৩, ০৫:৪৮ পিএম

পাইকারি দাম কমছে ব্রয়লার মুরগির

পাইকারি পর্যায়ে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা কমছে। ১৯০ টাকা থেকে ১৯৫ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি করতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তিনি এ কথা বলেন।

এ. এইচ. এম. সফিকুজ্জামান জানান, ‘মুরগির দাম ২০০ টাকার বেশি হতে পারে না, সেখানে গতকালও মুরগি বিক্রি হয়েছে ২৭০ টাকা থেকে ২৮০ টাকা দরে। অস্বাভাবিক মূল্যের কারণে আজকে কর্পোরেট হাউসগুলোর সঙ্গে আমরা বৈঠকে বসেছিলাম।’

ভোক্তা অধিকারের বাজার অভিযান ও পর্যবেক্ষণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘৯ মার্চ আমরা সংশ্লিষ্টদের সাথে বৈঠক করি। তখন আমরা জেনেছি কর্পোরেট পর্যায়ে যে মুরগির উৎপাদন খরচ পড়ে ১৩০ টাকা থেকে ১৪০ টাকা, সেটির দাম হাত বদল হয়ে বাজারে আসতে আসতে লাফিয়ে বাড়তে থাকে।’

মহাপরিচালক বলেন, ‘বুধবার (২২ মার্চ) নিউমার্কেটের বনলতায় থেকে আমরা জানতে পারি কাপ্তানবাজারে ২৪৯ টাকা কেজিতে মুরগি বিক্রি হয়েছে, যা কর্পোরেট হাউসে ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ দাম হাত বদল হয়ে ভোক্তা পর্যায়ে ২৭০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে জানান সফিকুজ্জামান।

তিনি বলেন, ‘আজকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআইসহ কর্পোরেট হাউসের প্রতিনিধিদের সঙ্গে আমরা বৈঠক করি, যেখানে কর্পোরেট হাউসের সদস্যদের আমরা মাঠ পর্যায়ে দাম বৃদ্ধির নানা সিন্ডিকেটের এসএমএস, কল রেকর্ড দেখিয়ে দাম কমানোর অনুরোধ করি। এতে তারা কর্পোরেট পর্যায়ে ব্রয়লার মুরগির দাম ২৩০ টাকা থেকে কমিয়ে ১৯০ টাকা থেকে ১৯৫ টাকা করার বিষয়ে সম্মত হোন।’

এতে বাজারে অর্থাৎ ভোক্তা পর্যায়ে মুরগির দাম ২৭০/২৮০ টাকা থেকে আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেন অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

প্রসঙ্গত, কয়েক মাস ধরে ব্রয়লার মুরগির দাম বাড়তে থাকায় উৎপাদনকারী চার প্রতিষ্ঠানের কাছে অযৌক্তিক দামবৃদ্ধির ব্যাখ্যা জানতে তলব করে চিঠি পাঠায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

এই চার প্রতিষ্ঠান হচ্ছে কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ ও প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড।

চিঠিতে বলা হয়, বাজারে ব্রয়লার মুরগির অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিষয়ে মুরগি ব্যবসায়ীদের বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর দেড়টায় অধিদফতরের সম্মেলন কক্ষে প্রয়োজনীয় তথ্যাদিসহ উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো। এর ব্যত্যয় ঘটলে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!