২০২৩-২৪ অর্থবছরের বাজেট

ব্যাংকঋণ ১ লাখ ৩২ হাজার কোটি, বৈদেশিক ঋণ ১ লাখ ২ হাজার কোটি টাকা

বিশেষ প্রতিবেদক

মে ৩০, ২০২৩, ০৯:৪১ পিএম

ব্যাংকঋণ ১ লাখ ৩২ হাজার কোটি, বৈদেশিক ঋণ ১ লাখ ২ হাজার কোটি টাকা

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ব্যাংকিং ব্যবস্হা থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় সুত্র জানায়, বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন বরাদ্দ ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা। আর ঘাটতির পরিমাণ ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।

এ ঘাটতি পূরণে সরকার ব্যাংকিং ব্যবস্হা থেকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা। এর মধ্যে দীর্ঘমেয়াদী ৮৬ হাজার ৫৮০ কোটি টাকা ও স্বল্পমেয়াদী ৪৫ হাজার ৮১৫ কোটি টাকা।

ব্যাংক বহির্ভূত ঋণ ২৩ হাজার কোটি টাকা ও এর বাইরে সঞ্চয়পত্র থেকে আরও ১৮ হাজার কোটি টাকা নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এছাড়াও বৈদেশিক ঋণ প্রাক্কলন করা হয়েছে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আগামী বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে এ বাজেট পেশ করবেন।

বুধবার (৩১ মে) বিকেলে একাদশ জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদ (১) দফার ক্ষমতাবলে একাদশ জাতীয় সংসদের ২৩ তম এ অধিবেশন (বাজেট ২০২৩ সেশন) আহবান করেছেন।

Link copied!