শতক হাঁকিয়েছে সকল শীতকালীন আগাম সবজি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৬:২০ পিএম

শতক হাঁকিয়েছে সকল শীতকালীন আগাম সবজি

রাজধানীর কাঁচা বাজারগুলোতে আগাম শীতকালীন সবজি উঠেছে। কিন্তু ক্রেতাদের নাগালের বাহিরে রয়েছে এসব সবজি। প্রতিটি সবজির কেজি ১০০ টাকার নিচে মিলছে না।

শুক্রবার সরেজমিন মগবাজার, মিরপুর ফার্মগেট, মালিবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকার ক্রেতারা কিছুটা কম দামের আশায় কারওয়ান বাজারে সবজি কিনতে আসেন। সেখানেও বেশি দাম দেখে হতাশা ব্যক্ত করেন তারা।

কারওয়ান বাজরে সবজি কিনতে এসেছেন কাজী তৌহিদুল ইসলাম। তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, শীতের সবজি বাজারে এলেও দাম বাড়তি থাকায় অনেকের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না। সবজির দাম বাড়ায় নিম্ন-মধ্যম আয়ের মানুষ কষ্টে আছেন। কৃষকরা সবজির ন্যায্য মূল্য না পেলেও এক শ্রেণির সিন্ডিকেট মানুষকে জিম্মি করে টাকা লুটে নিচ্ছে।

কামাল হোসেন মিঠু তেজগাঁও থেকে বাজার করতে এসেছেন কারওয়ান বাজারে। তিনি বলেন, তেজগাঁওয়ের চেয়ে কারওয়ান বাজারে সবজির দাম কম হবে ভেবেছিলাম। কিন্তু এখানেও দেখছি সব পণ্যের দাম চড়া। যা নিম্ন আয়ের মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

https://fb.watch/fSCksuFyfq/

ফুল কপি, বাধা কপি, গাজর, সিম শীতকালীন সবজি বলা হলেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে সারা বছরই এসব সবজি পাওয়া যায়। তবে সেপ্টম্বরের শেষে অক্টোবরের শুরুতে গ্রামে কিছুটা শীতের আমেজ এসেছে। ফলে রাজধানীর বাজারগুলোতে আগের তুলনায় শীতকালীন সবজির সরবরাহ বেশি দেখা যাচ্ছে।

গাজর, টমেটো দেশের পাশাপাশি বিদেশ থেকেও আমদানি করছেন ব্যবসায়ীরা। দেশি গাজর ও টমেটোর তুলনায় আমদানিকৃত এসব সবজির দাম তুলনামুলক কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে বাজারে।

শীতকালীন সবজি এখনও পুরোদমে রাজধানীর বাজারগুলোতে আসেনি। সেজন্য কিছুটা বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তবে পুরোদমে শীত নামলে বাজারে সবজির দাম কমবে বলে মনে করছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা।

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহণ খাতে খরচ বেড়েছে। এছাড়া সার,কীটনাশকসহ সকল ধরনের কৃষি উৎপাদন পণ্যের দাম বৃদ্ধির ফলে অন্যান্য বছরের তুলনা সবজির দাম বেশি বলে জানায় বিক্রেতারা।

কারওয়ান বাজারের ব্যবসায়ী মো তসলিম উদ্দিন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, গাড়ি ভাড়ার দাম বাড়ায় সবজির দামে প্রভাব পড়েছে। সবজির দাম বেশি হওয়ায় অনেকে বাজারে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন।

Link copied!