শিক্ষা ও মোবাইল ব্যাংকের বর্ধিত কর প্রত্যাহারের দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক

জুন ১৬, ২০২১, ০৭:৪৪ পিএম

শিক্ষা ও মোবাইল ব্যাংকের বর্ধিত কর প্রত্যাহারের দাবি সংসদে

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা খাতে এবং মোবাইল ব্যাংকিংয়ে প্রস্তাবিত বাজেটে বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানানো হয়েছে সংসদে। বুধবার বাজেট আলোচনায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান এই দাবি উত্থাপন করেন। তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে এই কর প্রত্যাহার করা উচিত।

জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, সিগারেট এবং তামাক দ্রব্যের উপর যে ৩২'শ কোটি টাকার মূল্য সংযোজন কর ( মূসক) আরোপ করা হয়েছে সেটি যথাযথভাবে আদায় করার প্রতি জোর দিয়ে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ধার্যকৃত কর উঠিয়ে দিতে হবে।

মোবাইল ব্যাংকিং-এর উপর ধার্যকৃত করের সমালোচনা করে তিনি বলেন, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করেন। এসব স্বল্প আয়ের মানুষের উপর অযাচিত কর অর্থনৈতিক বৈষম্য আরও বাড়াবে।

প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে বর্তমানে এমএফএস (মোবাইল ব্যাংকিং) প্রতিষ্ঠানগুলো ৩২ দশমিক ৫০ শতাংশ হারে সাধারণ কোম্পানির মতো করপোরেট কর দিচ্ছে। আগামী বাজেটে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে রাখা হচ্ছে। অর্থাৎ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হলে ৩৭ দশমিক ৫০ শতাংশ এবং তালিকা বহির্ভূত হলে ৪০ শতাংশ কর দিতে হবে। যেহেতু মোবাইল ব্যাংকিং কোন প্রতিষ্ঠানই পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়, তাই তাদের কর ৪০ শতাংশ হবে।

Link copied!