সরকারী ব্যাংকের গ্রাহককে ৮ হাজার ৪০৪ কোটি ৫২ লাখ টাকার সুদ মওকুফ

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ১১, ২০২৩, ০৮:১৭ পিএম

সরকারী ব্যাংকের গ্রাহককে ৮ হাজার ৪০৪ কোটি ৫২ লাখ টাকার সুদ মওকুফ

দেশের নয়টি সরকারী ব্যাংক গত এক বছরে ৪ হাজার ৬২১ জন গ্রাহকের নিকট পাওনা টাকার বিপরীতে জমাকৃত সুদ থেকে ৮ হাজার ৪০৪ কোটি ৫২ লাখ টাকা মওকুফের প্রস্তাব অনুমোদন করেছে।

রবিবার (১১ জুন) জাতীয় সংসদে এ তথ্য দিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ইতোমধ্যে উক্ত প্রস্তাবের আওতায় ১ হাজার ৬২০ কোটি ৮৩ লাখ টাকার সুদ মওকুফ সুবিধা কার্যকর করা হয়েছে।

বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙার এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী বলেন, তফসিলভুক্ত রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের (অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেডেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বেসিক ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং সোনালী ব্যাংক পিএলসি) এবং ০৩টি বিশেষায়িত ব্যাংকের (বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাপ ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) পরিচালনা পর্যদ ২০২২ সালে গ্রাহকদের এ সুবিধা দেয়।

তিনি জাতীয় সংসদকে জানান, তফসিলি ব্যাংকের মূলঋণ (আসল) মওকুফ করার কোনো সুযোগ নেই।
তবে, তফসিলি ব্যাংকগুরোর জন্য ঋনের সুদ মওকুফ সংক্রান্ত নীতিমালা জারি আছে।

নীতিমালা অনুযায়ী ঋণ আদায়ের স্বার্থে গ্রাহকের সুদ মওকুফ সুবিধা প্ৰদান করা হয়ে থাকে। বন্ধ প্রকল্প হতে ঋণ আদায়, ঋণের জামানত, প্রকল্প সম্পত্তি এবং প্রকল্প উদ্যোক্তাদের ব্যক্তিগত সম্পত্তি বিক্রির পরেও পাওনা আদায়ের সম্ভাবনা না থাকলে সুদ মওকুফ সুবিধা প্রদান করা হয়।

এছাড়াও, পাওনা আদায়ের লক্ষ্যে আইনগত ব্যবস্থাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণের পরেও পাওনা আদায় না হলে সুদ মওকুফ সুবিধা প্রদান করা হয়। ঋণগ্রহীতার মৃত্যু অথবা প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, মড়ক, নদী ভাঙন বা দুর্দশাজনিত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাকে সুদ মওকুফ সুবিধা প্রদান করা হয়।

অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকসমূহের সুদ মওকুফ সংক্রান্ত সুবিধার সাথে কোনো ব্যাংকের দেউলিয়া হওয়ার কোনো সম্পর্ক নেই।

Link copied!