সর্বোচ্চ মুনাফায় চালু হচ্ছে সর্বজনীন পেনশন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৩:০৯ পিএম

সর্বোচ্চ মুনাফায় চালু হচ্ছে সর্বজনীন পেনশন

আগামী বছর থেকেই সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। মাসিক ১ হাজার টাকা জমায় সর্বোচ্চ মাসিক সাড়ে ৬৪ হাজার টাকা পাওয়া যাবে এই পেনশন ব্যবস্থায়। বর্তমানে ব্যাংক ও যে কোন আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় প্রায় দ্বিগুণ মুনাফা থাকবে এই পেনশন স্কিমে। বার্ষিক ১০ শতাংশ মুনাফা ও আনুতোষিক ৮ শতাংশ ধরে এই হিসাব করা হয়েছে।

১৮ বছর থেকেই চালু করা যাবে পেনশন

সর্বজনীন যে পেনশন ব্যবস্থা চালু হচ্ছে তাতে মাসে এক হাজার টাকা জমা করলে ৬০ বছর থেকে ৮০ বছর পর্যন্ত ১৫ বছর প্রতি মাসে সর্বোচ্চ ৬৪ হাজার ৭৭৬ টাকা পেনশন পাওয়া যাবে।এই পরিমাণ পেনশন পেতে সেই ব্যক্তিকে ১৮ বছর বয়স থেকে ৬০ বছর পর্যন্ত প্রতি মাসে এই চাঁদা জমা দিতে হবে।

এই পদ্ধতিতে পেনশন পেতে আগ্রহীদেরকে প্রতি মাসে টাকা জমা করতে হবে। বেশি বছর ধরে টাকা জমা করলে পেনশনের পরিমাণ বেশি হবে। একজনকে সর্বনিম্ন ১০ বছর টাকা জমা করতে হবে।

কেউ যদি ৩০ বছর বয়সে টাকা জমানো শুরু করেন, এবং তিনি যদি মাসে এক হাজার টাকা জমান, তাহলে তার পেনশন কমে হবে ১৮ হাজার ৯০৮ টাকা। তবে কেউ চাইলে এর চেয়ে বেশি চাঁদা জমা করতে পারবেন। সে ক্ষেত্রে তার প্রাপ্তিও বেশি হবে।

ব্যাংকের দ্বিগুণ মুনাফা

করোনা পরিস্থিতির কারনে অনেক ব্যাকগুলো মুনাফা মুল্যস্ফীতির চেয়েও কম দিচ্ছে। অধিকাংশ ব্যাংক ২ থেকে ৬ শতাংশ বার্ষিক মুনাফা দেয়। এর সাথে যোগ হয় বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ। যার ফলে সর্বোচ্চ ৪ শতাংশ মুনাফা পায় গ্রাহক। তবে পেনশন ব্যবস্থায় বার্ষিক ১০ শতাংশ মুনাফা ও আনুতোষিক ৮ শতাংশ ধরে এই হিসাব করা হয়েছে। যা বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় দ্বিগুণ।

Link copied!